মার্কিন তিন নির্বাচনে ডেমোক্র্যাটদের বিপুল জয়, প্রথম পরীক্ষায় ব্যর্থ ট্রাম্প

৫ নভেম্বর, ২০২৫ | ৫:০৬ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাট পার্টি তিনটি বড় নির্বাচনে বড় জয়ের মাধ্যমে আবারও রাজনৈতিক প্রভাব প্রদর্শন করেছে। এই নির্বাচনের ফলাফল প্রমাণ করছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদকালে রাজনৈতিক প্রভাব সীমিত এবং তার ‘পরীক্ষা’ হিসেবে বিবেচিত এই নির্বাচনে তিনি প্রথম বড় হার স্বীকার করেছেন। গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের তিনটি অঙ্গরাজ্যে বড় নির্বাচন অনুষ্ঠিত হয়। নিউইয়র্কে মেয়র, নিউজার্সি ও ভার্জিনিয়ায় গভর্নর নির্বাচন হয়। যদিও এই নির্বাচনে ট্রাম্পের নাম ছিল না, তথাপি তিনি এক ধরনের ‘অদৃশ্য প্রার্থী’ হিসেবে বিবেচিত হচ্ছিলেন। এই নির্বাচনের ফলাফলের মাধ্যমে দেখা যায়, ট্রাম্পের রাজনৈতিক শক্তি এখনো জনগণের ভোটে পরীক্ষার মুখোমুখি। নিউইয়র্কে ডেমোক্রেটিক প্রার্থী জোহরান মামদানি জয়ী হন। তিনি নিউইয়র্ক শহরের প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হয়েছেন। মামদানি ১১১তম মেয়র হিসেবে ইতিহাস গড়েছেন। তিনি সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়াকে পরাজিত করেছেন। মামদানি ১ শতাব্দীর মধ্যে সবচেয়ে কম বয়সী মেয়র এবং দক্ষিণ এশীয় ও আফ্রিকান বংশোদ্ভূত প্রথম মেয়র হিসেবে পরিচিত। ট্রাম্প মামদানির নির্বাচনী জয়ে অস্বস্তি প্রকাশ করেছেন এবং কেন্দ্রীয় তহবিল আটকে দেয়ার হুমকি দিয়েছেন। নিউজার্সি ও ভার্জিনিয়ায় গভর্নর নির্বাচনে ডেমোক্র্যাটরা জয়ী হচ্ছেন। নিউজার্সির গভর্নর পদে জয়ী হচ্ছেন মাইকি শেরিল, যিনি ইতিহাসে প্রথম নারী ডেমোক্র্যাট গভর্নর হিসেবে নির্বাচিত হচ্ছেন। তিনি রিপাবলিকান প্রার্থী জ্যাক সিয়াতারেল্লিকে পরাজিত করছেন। সিয়াতারেল্লি ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী এবং তৃতীয়বারের মতো গভর্নর পদে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। ভার্জিনিয়ায় ডেমোক্র্যাট প্রার্থী এবিগেইল স্প্যানবার্গার জয়ী হচ্ছেন। তিনি সাবেক কংগ্রেস সদস্য ও সিআইএর কর্মকর্তা। স্প্যানবার্গার ভার্জিনিয়ার প্রথম নারী গভর্নর হবেন। তিনি রিপাবলিকান লেফটেন্যান্ট গভর্নর উইনসাম আর্ল-সিয়ার্সকে পরাজিত করছেন। তাঁর নির্বাচনী প্রচারের মূল লক্ষ্য ছিল মানুষের জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণ, ফেডারেল চাকরিতে কাটছাঁট ও শাটডাউনের প্রভাব হ্রাস করা। নিউজার্সি ও ভার্জিনিয়া উভয়ই ডেমোক্র্যাটদের সমর্থিত ‘ব্লু স্টেট’। যদিও ট্রাম্প ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে এখানে ভালো ফল করেছিলেন, এই নির্বাচনে ডেমোক্র্যাটদের বিজয় দেখাচ্ছে, প্রথম বড় নির্বাচনী পরীক্ষায় ট্রাম্পের প্রভাব হ্রাস পেয়েছে। এই তিন নির্বাচনের ফলাফল যুক্তরাষ্ট্রের রাজনৈতিক দৃশ্যপটকে প্রভাবিত করবে এবং ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে রাজনৈতিক পরীক্ষা হিসেবে ইতিহাসে তা গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। ডেমোক্র্যাটদের বিজয় নতুন রাজনৈতিক দিক নির্দেশ করছে এবং আগামী নির্বাচনগুলোতে তার প্রভাবকে প্রভাবিত করবে। তথ্যসূত্র : সিএনএন