পেঁপে খাওয়ার সঠিক উপায়: কাঁচা না পাকা—কোনটা বেশি উপকারী?

৫ নভেম্বর, ২০২৫ | ৫:০৫ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

পেঁপে এমন এক ফল যা একই সঙ্গে ফল, সবজি ও ওষুধ—সব হিসেবেই ব্যবহার করা যায়। আমাদের দেশে এটি সহজলভ্য, সারা বছর পাওয়া যায় এবং দামেও সাশ্রয়ী। কিন্তু প্রশ্ন হলো—পেঁপে খাওয়ার সর্বোত্তম পদ্ধতি কোনটি? কাঁচা না পাকা—কোনটি আমাদের শরীরের জন্য বেশি উপকারী? কাঁচা পেঁপে: রোগ প্রতিরোধের প্রাকৃতিক ঢাল কাঁচা পেঁপে সাধারণত তরকারি বা সালাদের অংশ হিসেবে খাওয়া হয়। এতে থাকা প্যাপেইন এনজাইম হজম শক্তি বাড়ায় এবং দেহের টক্সিন বা ক্ষতিকর পদার্থ বের করতে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, কাঁচা পেঁপেতে অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে, যা শরীরের প্রদাহ কমায় ও সংক্রমণ প্রতিরোধে ভূমিকা রাখে। কাঁচা পেঁপের উপকারিতা: হজমে সাহায্য করে ও কোষ্ঠকাঠিন্য দূর করে লিভারের কার্যক্ষমতা উন্নত করে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে ত্বকের রুক্ষতা ও ব্রণ দূর করতে সহায়ক ওজন কমাতে কার্যকর খাওয়ার উপায়: কাঁচা পেঁপে সিদ্ধ করে তরকারি হিসেবে খেতে পারেন। আবার হালকা সিদ্ধ করে লবণ-লেবুর রস দিয়ে সালাদ হিসেবেও খাওয়া যায়। সকালে খালি পেটে সামান্য পরিমাণ কাঁচা পেঁপে খাওয়া হজমতন্ত্রের জন্য বেশ উপকারী। পাকা পেঁপে: ভিটামিনে ভরপুর ফল পাকা পেঁপে মিষ্টি, সুগন্ধি এবং ভিটামিনে ভরপুর। এতে রয়েছে প্রচুর ভিটামিন এ, সি, ই এবং ফলিক অ্যাসিড, যা ত্বক, চুল ও চোখের জন্য অত্যন্ত উপকারী। এছাড়াও এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ক্ষতিকর ফ্রি র‍্যাডিক্যাল প্রতিরোধ করে এবং কোষকে সুস্থ রাখে। পাকা পেঁপের উপকারিতা: রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ত্বক উজ্জ্বল ও মসৃণ করে রক্তে কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে অন্ত্র পরিষ্কার রাখে গর্ভবতী নারীর জন্য ফলিক অ্যাসিডের উৎস খাওয়ার উপায়: সকালের নাশতায় বা বিকেলের হালকা খাবারে এক টুকরো পাকা পেঁপে দারুণ বিকল্প। দুধ বা দইয়ের সঙ্গে মিশিয়ে স্মুদি হিসেবেও খাওয়া যায়। তাহলে কোনটা খাওয়া ভালো — কাঁচা না পাকা? আসলে উভয় রূপেই পেঁপে উপকারী, শুধু খাওয়ার উদ্দেশ্যের ওপর নির্ভর করে। হজম সমস্যা বা ওজন কমাতে চান?—তাহলে কাঁচা পেঁপে। ত্বক, চুল ও রোগ প্রতিরোধে চান উন্নতি?তাহলে পাকা পেঁপে। আর যদি সার্বিকভাবে সুস্থ থাকতে চান, তবে দুই ধরনের পেঁপেই সপ্তাহে অন্তত ৩–৪ দিন আপনার খাদ্যতালিকায় রাখুন। বিশেষ টিপস: পাকা পেঁপে সবসময় তাজা ও প্রাকৃতিকভাবে পাকা কিনা তা নিশ্চিত করুন। কাঁচা পেঁপে অতিরিক্ত খেলে গর্ভবতী নারীর জন্য ক্ষতিকর হতে পারে—চিকিৎসকের পরামর্শ নিন। ফ্রিজে সংরক্ষিত পেঁপে খাওয়ার আগে কিছুক্ষণ রুম টেম্পারেচারে রাখলে এনজাইমগুলো আরও সক্রিয় হয়। পেঁপে শুধু ফল নয়, এটি একপ্রকার প্রাকৃতিক ওষুধ। কাঁচা হোক বা পাকা—নিয়মিত পরিমাণে খেলে এটি আপনার শরীরের ভেতর-বাহির দুই দিকেই আনবে উজ্জ্বল পরিবর্তন।