ঘরের কাজ করতে হলে যুবদলকে ১০ লাখ টাকা চাঁদা দিতে হবে
ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের দেবীপুরে মো. মিলন নামের এক প্রবাসীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছে একটি চাঁদাবাজচক্র। এ ঘটনায় রবিবার (২ নভেম্বর) ফেনী মডেল থানায় যুবদলের চার জনের নামে মামলা করেছেন ভুুক্তভোগি প্রবাসি। পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, শর্শদী ইউনিয়নের দেবীপুর গ্রামের আলীম উল্লাহ বাড়ীর মো. মিলন প্রবাস থেকে আসার পর বসতঘর নির্মানের কাজ শুরু করেন। কাজ শুরু করার পর হইতে স্থানীয় যুবদলকর্মী জাফর আহম্মদ মানিক (২৮), দেলোয়ার (৪২), নয়ন (৩২) ও রনি (৩০) ১০ লক্ষ টাকা চাঁদা দাবী করেন। স্থানীয়দের দাবি, এই চাঁদাবাজচক্র ইউনিয়ন যুবদলের সক্রিয় কর্মী। ৫ আগস্টের পর থেকে এলাকায় চাঁদাবাজি -সন্ত্রাসী ও মাদকবানিজ্যসহ ত্রাসের রাজত্ব কায়েম করেছে। কেউ প্রতিবাদ না করায় তারা পার পেয়ে যায়। মোঃ মিলন জানান, দাবীকৃত চাঁদা না দেওয়ায় শুক্রবার বিকালে ওই চাঁদাবাজচক্র তাদের কয়েকজন সহযোগি বাড়ীতে এসে হুমকি দেয়। তাদের দাবিকৃত ১০ লক্ষ টাকা চাঁদা না দিলে ঘর নির্মান করতে দিবে না মর্মে হুমকি দেয়। তিনি বলেন, প্রতিবাদ করায় ওরা হত্যার উদ্দেশ্যে লোহার রড দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করে। এক পর্যায়ে ঘরে ঢুকে ৫০ হাজার টাকা নিয়ে যায়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করেন। ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুজ্জামান অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দ্রুত তদন্তপুর্বক ব্যবস্থা নেওয়া হবে।
