ঝিনাইদহে জামায়াত কার্যালয়ে সরকারি প্রণোদনার সার ও বীজের গোপন মজুদ!

৩ নভেম্বর, ২০২৫ | ৭:১৭ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

ঝিনাইদহ সদর উপজেলার সুরাট বাজারে জামায়াতে ইসলামীর ইউনিয়ন কার্যালয় সরকারি প্রণোদনার সার ও বীজের গুদামে রূপ নিয়েছে। কৃষককে ঠকিয়ে ডিলাররা গুদামে মজুদ করে বাইরে বেশি দামে বিক্রি করছে। খবর পেয়ে বিপুল পরিমাণ সরকারি প্রণোদনার সার ও বীজ উদ্ধার করেছে কৃষি বিভাগ। নতুন বন্দোবস্তের সততা ও সুশাসনের কথা বলে জামায়াত এভাবেই সরকারি সহযোগিতা আদায় করে সাধারণ মানুষকে বঞ্চিত করায় ক্ষুব্ধ হয়ে উঠেছেন এলাকার মানুষ। জামায়াত নানা কৌশলে সরকারি সম্পদ লুট করছে বলে জানিয়েছেন তারা। জানা গেছে ৩১শে অক্টোবর, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে সদর উপজেলার সুরাট ইউনিয়নের জামায়াত কার্যালয়ে অভিযান চালিয়ে এসব সার ও বীজ উদ্ধার করা হয়। অভিযান চালানো হবে, এমন খবর গোপনে জানতে পেরে জামায়াত কার্যালয় থেকে লোকজন আগেই সটকে পড়েছেন বলে জানান স্থানীয়রা। তবে লোকজনের উপস্থিতি দেখে সার ও বীজের বস্তা সরাতে পারেননি নেতাকর্মীরা। সদর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, সরকারি কৃষি প্রণোদনা প্রকল্পের আওতায় দরিদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিতরণের জন্য বরাদ্দকৃত এসব সার ও বীজ গোপনে মজুদ করে রাখা হয়েছিল। যাতে কৃষকদের কাছে বিক্রি না করে বাইরে বেশি দামে বিক্রি করা হয়। সদর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা মুহাম্মদ জুনাইদ হাবীব বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পাই যে সুরাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর কার্যালয়ে সরকারি প্রণোদনার সার ও বীজ মজুদ করা হয়েছে। পরে আমরা সেখানে গিয়ে সেগুলো উদ্ধার করি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কাউকে আটক করা যায়নি কেন, এমন প্রশ্নের উত্তর এড়িয়ে যান কৃষি কর্মকর্তা। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। তারা বলছেন, দেশের নতুন বন্দোবস্তে সততা ও সুশাসনের কথা বলা হলেও জামায়াতের মতো সংগঠন এখনো নানা কৌশলে সরকারি সম্পদ লুটের চেষ্টা করছে। অভিযোগের বিষয়ে জানতে সুরাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর একাধিক নেতার সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।