আজ থেকে নতুন দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

২ নভেম্বর, ২০২৫ | ৫:৪৭ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। প্রতি ভরিতে ১,৬৮০ টাকা বাড়িয়ে আজ রবিবার (২ নভেম্বর) থেকে নতুন দাম কার্যকর করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শনিবার (১ নভেম্বর) রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে বিশুদ্ধ স্বর্ণের (তেজাবি) দাম বেড়ে যাওয়ায় এই সমন্বয় করা হয়েছে। নতুন স্বর্ণের দাম (প্রতি ভরি) ২২ ক্যারেট: ২,০১,৭৭৬ টাকা আজ থেকে নতুন দামে বিক্রি হচ্ছে স্বর্ণ দেশের বাজারে আজ স্বর্ণের ভরি কত ২১ ক্যারেট: ১,৯২,৫৯৬ টাকা ১৮ ক্যারেট: ১,৬৫,০৮১ টাকা সনাতন পদ্ধতি: ১,৩৭,১৮০ টাকা বাজুস জানিয়েছে, বিক্রয়মূল্যের সঙ্গে ৫% সরকারি ভ্যাট এবং ৬% ন্যূনতম মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মান অনুযায়ী এই মজুরি ভিন্ন হতে পারে।