আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ‘ক্যাঙ্গারু কোর্ট’; বাতিলের দাবিতে রাজধানীতে ৩২ স্থানে আওয়ামী লীগের তীব্র বিক্ষোভ

৩১ অক্টোবর, ২০২৫ | ১০:১৪ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)-কে ‘ক্যাঙ্গারু কোর্ট’ আখ্যা দিয়ে এর বিচারিক কার্যক্রম অবিলম্বে বন্ধের দাবিতে রাজধানী ঢাকার অন্তত ৩২ টি গুরুত্বপূর্ণ পয়েন্টে আজ শুক্রবার একযোগে বিক্ষোভ, প্রতিবাদ ও মিছিল করেছে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী। এই ব্যাপক বিক্ষোভ কর্মসূচি থেকে নেতারা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ আখ্যা দেন এবং হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, রাজনৈতিক নিপীড়ন ও দমন-পীড়ন বন্ধ না হলে তারা আরও কঠোর এবং বিধ্বংসী আন্দোলনে যেতে প্রস্তুত। ‘সাজানো’ ক্যাঙ্গারু কোর্ট বাতিলের দাবি বিক্ষোভ সমাবেশে বক্তাদের মূল আক্রমণের লক্ষ্য ছিল আইসিটি। নেতারা ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়াকে ‘সাজানো’ এবং ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ উল্লেখ করে এর তাৎক্ষণিক বাতিলের জোর দাবি জানান। এসময় আন্দোলনরত কর্মীরা স্লোগান দেন এবং বলেন, অবৈধ ইউনূস সরকারের অধীনে এই ‘ক্যাঙ্গারু কোর্ট’ যে রায় দিতে যাচ্ছে, তা আগেই নির্ধারিত। এক নেতা বলেন, "এই সাজানো ক্যাঙ্গারু কোর্টের রায় দেশবাসি ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে, জাতি কোনোভাবেই এই প্রহসন মেনে নিবে না।" ৩২ স্থানে বিক্ষোভ, জনজীবনে ব্যাপক প্রভাব আইসিটি বাতিলের দাবির পাশাপাশি নেতারা বর্তমান শাসনকে অবৈধ আখ্যা দিয়ে কঠোর হুঁশিয়ারি দেন। এক শীর্ষ বক্তা বলেন, "আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, আমরা কোনোভাবেই দমনযোগ্য নই; বরং দমনের চেষ্টা করলে আমরা আরও বিধ্বংসী হয়ে উঠব।" বিক্ষোভকারীরা অবিলম্বে গুম, খুন, জেল ও নির্যাতন বন্ধের দাবি জানান। দলটির নেতারা জানান, ঢাকার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে একযোগে বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেওয়ায় এই বিক্ষোভ জনজীবনে ব্যাপক প্রভাব ফেলে। মিছিলের কারণে রাজধানীর প্রধান সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়। আওয়ামী লীগের শীর্ষ নেতারা জানিয়েছেন, তাদের এই আন্দোলন চলমান থাকবে যতক্ষণ না এই ‘অবৈধ’ সরকার পদত্যাগ করছে এবং রাজনৈতিক প্রতিহিংসামূলক ‘ক্যাঙ্গারু কোর্ট’ বাতিল হচ্ছে।