সকল নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করলো যুবলীগ
বাংলাদেশ আওয়ামী যুবলীগ তাদের সংগঠনের সব নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে। মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারবিরোধী আন্দোলন জোরদার করতে এ সিদ্ধান্ত নিয়েছে যুবলীগ। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপে সম্পৃক্ত থাকায় যেসব নেতা-কর্মীর বিরুদ্ধে অতীতে সাংগঠনিক বা সামাজিক ব্যবস্থা নেওয়া হয়েছিল, তাদের শাস্তি বহাল থাকবে না। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী যুবলীগ সবসময় সংগঠনের ঐতিহ্য ও শৃঙ্খলা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। ‘অতীতে যেসব সদস্য অনিচ্ছাকৃতভাবে শৃঙ্খলাভঙ্গ করেছেন, তাদের ক্ষমা প্রদর্শন করে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে’, বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। সংগঠনটির দফতর সেলের পাঠানো বিবৃতিতে আরও বলা হয়, সংগঠনের সাংগঠনিক ঐক্য ও শক্তি বৃদ্ধি, তৃণমূল পর্যায়ে গণসংযোগ জোরদার এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংগঠনটির সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কর্মসূচি বাস্তবায়ন ও সরকারের উন্নয়ন বার্তা তৃণমূলে পৌঁছে দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
