ঘরে বসে ৫ ধাপে ফেসিয়াল করুন

২২ এপ্রিল, ২০২৩ | ১০:০৮ পূর্বাহ্ণ
অনলাইন নিউজ ডেস্ক , ইউ এস বাংলা ২৪

চলে এলো খুশির ঈদ। অনেকেই হয়তো নানা ব্যস্ততার মাঝে পার্লারে যাওয়ার সময় পাননি। তবে ঈদের দিন সবাই চায় নিজেকে সুন্দর দেখাতে। তাই চেষ্টা করুন নিজের যত্ন নেওয়ার জন্য কিছুটা সময় বের করতে। তাছাড়া এই গরমে ত্বক আর্দ্রতা এবং দূষণের সংস্পর্শে আসে। এতে আমাদের ত্বকে নেতিবাচক প্রভাব পড়ে। ত্বক হয়ে যায় নিস্তেজ ও প্রাণহীন। এই ত্বক সারিয়ে তোলার জন্য মাত্র ৫টি ধাপে করে ফেলুন ফেসিয়াল। ক্লিনজিং প্রথমের আপনার মুখ ধুয়ে ফেলুন। ভাল মানের ক্লিনজার ব্যবহার করে সমস্ত ময়লা তুলে ফেলুন। এ ক্ষেত্রে একটু বেশি সময় ধরে মুখ পরিষ্কার করুন। দরকার হলে পরপর দুইবার ক্লিনজিং করুন। স্ক্রাবিং স্ক্রাবিং ত্বকের জন্য খুবই জরুরি। এটি আটকে থাকা ছিদ্রগুলির ময়লা দূর করে। ত্বকের মৃত কোষগুলি অপসারণ করতে সহায়তা করে। এই ধাপে প্রাকৃতিক স্কাবও ব্যবহার করতে পারেন। এ জন্য নারকেল তেলের সাথে ব্রাউন সুগার মিশিয়ে ফেসিয়াল স্ক্রাব বানিয়ে ত্বককে এক্সফোলিয়েট করুন। টোনার ত্বককে এক্সফোলিয়েট করার পরে টোনার ব্যবহার করতে ভুলবেন না। এটি ত্বকের পিএইচ স্তর বজায় রাখে। এমনকি আপনার ত্বককে আরও আরামদায়ক বোধ করতে সহায়তা করবে। ফেসপ্যাক ফেসপ্যাক ত্বকের উজ্জ্বলতা পুনরুজ্জীবিত করতে সাহায্য করবে। এই ধাপে দই এবং বেসন মিশিয়ে একটি ফেসপ্যাক তৈরি করতে পারেন। এটি ত্বককে উজ্জ্বল করবে। ত্বক হবে কোমল। ময়েশ্চারাইজ করুন সবশেষে, ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। ত্বকের ধরন অনুযায়ী ময়েশ্চারাইজার নির্বাচন করুন। আলতো করে মুখে ঘষুন। বৃত্তাকার গতিতে ম্যাসাজ করুন। সূত্র- টাইমস অব ইন্ডিয়া