রাজধানীতে বনলতা এক্সপ্রেস থেকে বিপুল অস্ত্র-গুলি উদ্ধার

২৬ অক্টোবর, ২০২৫ | ৭:২২ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

রাজধানীর বিমানবন্দর স্টেশনে বনলতা এক্সপ্রেস ট্রেন থেকে অস্ত্রভর্তি ট্রলি ব্যাগ উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি আভিযানিক দল। আজ ২৬শে অক্টোবর, রোববার বেলা ১১টা ৫০ মিনিটের দিকে সেনাবাহিনীর ডগ স্কোয়াডসহ অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। ঢাকা জেলা রেলওয়ে পুলিশ সুপার আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। গণমাধ্যমকে তিনি বলেন, ‘অপারেশন বনলতা’ নামে একটি অভিযান পরিচালনা করেছিল বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল। তবে কী পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে, তা এখনো আনুষ্ঠানিকভাবে আমাদের জানানো হয়নি। জানতে পারলে আমরা আপনাদের জানাতে পারব। তবে রেলওয়ে পুলিশের একটি সূত্রের দাবি, ব্যাগে ৮টি বিদেশি পিস্তল, ১৪টি ম্যাগজিন, ২৬ রাউন্ড গুলি পাওয়া গেছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। যদিও ভিন্ন একটি অসমর্থিত সূত্রের দাবি, ট্রলি ব্যাগে অত্যাধুনিক মিলিটারি গ্রেডের সমরাস্ত্র ছিল। সেনাবাহিনীর পক্ষ থেকে ব্রিফিং না করা পর্যন্ত নিশ্চিত হওয়া যাচ্ছে না। বনলতা এক্সপ্রেস ট্রেন অত্যাধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন। এটি শুক্রবার ছাড়া সপ্তাহের বাকি দিনগুলোতে ঢাকা-রাজশাহী রুটে বিরতিহীনভাবে চলাচল করে।