মোহাম্মদ এ. আরাফাত: সরকারি আদেশে আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাদ দেওয়া অবৈধ

২৫ অক্টোবর, ২০২৫ | ১১:২৬ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

আওয়ামী লীগের আমলে অনুষ্ঠিত সকল নির্বাচন ছিল অন্তর্ভুক্তিমূলক, কারণ কোনো দলকে সরকারি আদেশে নির্বাচন থেকে বাদ দেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী আরাফাত। আজ ২৫শে অক্টোবর, শনিবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। মোহাম্মদ আলী আরাফাত বলেন, “আওয়ামী লীগ সরকারের সময় বিএনপিকে কোনো সরকারি সিদ্ধান্তে নির্বাচনী প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হয়নি। বিএনপি নিজেদের সিদ্ধান্তে দুটি জাতীয় নির্বাচনে অংশ নেয়নি। সরকার বা নির্বাচন কমিশনের পক্ষে তাদের নির্বাচনে অংশ নিতে বাধ্য করার কোনো সুযোগও ছিল না।” তিনি অভিযোগ করেন, “এখন আওয়ামী লীগকে সরকারি আদেশের মাধ্যমে অবৈধভাবে নির্বাচন থেকে বাদ দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, জাতীয় পার্টি ও ১৪ দলকেও নির্বাচনের বাইরে রাখার চেষ্টা চলছে। এ থেকে স্পষ্ট যে এরা কখনোই গণতন্ত্রমনা ছিল না।” আরাফাত আরও বলেন, “জনগণের ভোটাধিকারের কথা মুখে বললেও এরা কখনোই জনগণের অবাধ ভোটাধিকারের প্রতি শ্রদ্ধাশীল ছিল না। এদের মূল লক্ষ্য সবসময় ছিল কেবল ক্ষমতায় যাওয়া।” তিনি বলেন, “যারা আজ আওয়ামী লীগকে নিয়ে সমালোচনা করছে, তারা অতীতে প্রতিটি ক্ষেত্রে আওয়ামী লীগের চেয়ে দশগুণ বেশি অপরাধ করেছে। তাই আওয়ামী লীগ আমলের নির্বাচন নিয়ে সমালোচনা করার কোনো নৈতিক অধিকার তাদের নেই।” বিবৃতির শেষে মোহাম্মদ আলী আরাফাত বলেন, “আমরা আন্দোলনের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আদায় করবো, ইনশাআল্লাহ।”