টাঙ্গাইলে ৩৮০ পিস ইয়াবাসহ শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক আটক

২৫ অক্টোবর, ২০২৫ | ৬:০৪ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

টাঙ্গাইলের সখীপুরে ৩৮০ পিস ইয়াবাসহ শ্রমিকদল নেতা শামছুল আলমকে (৩৫) হাতেনাতে আটক করেছে পুলিশ। গতকাল ২৪শে অক্টোবর, শুক্রবার বিকেলে উপজেলার বড়চওনা ইউনিয়নের দেবরাজ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক শামছুল আলম কুতুবপুর শুকনারছিট এলাকার মজিবর রহমানের ছেলে। তিনি উপজেলা শ্রমিকদলের বড়চওনা ইউনিয়নের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক। পুলিশ জানায়, শামছুল মাদক বিক্রির উদ্দেশে যাওয়ার পথে গতিরোধ করে তাকে আটক করা হয়। আটকের পর তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৩৮০ পিস ইয়াবা পাওয়া যায়। যার আনুমানিক বাজারমূল্য ১ লক্ষ ১৪ হাজার টাকা। এ বিষয়ে সখীপুর থানার ওসি আবুল ভুঁইয়া বলেন, আটক আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এদিকে এ ঘটনায় শুক্রবার রাতেই দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। উপজেলা শ্রমিক দলেন আহ্বায়ক মতিন মিয়া ও সদস্য সচিব বাবুল মিয়ার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থি অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সামছুলকে দলীয় প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।