বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেয়ার ঘোষণা সাবেক মন্ত্রী পুত্র মুবিন-এর

কিশোরগঞ্জের সহকারী সরকারি কৌশুলি ও কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করে আওয়ামী লীগে যোগ দেয়ার ঘোষণা দিয়েছেন সাবেক প্রতি মন্ত্রী পুত্র ফয়জুল করিম মুবিন। সরকারি দ্বায়িত্ব থেকে পদত্যাগ করে তিনি ফেসবুকে লিখেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আমি আজ( ২১অক্টোবর) অসাংবিধানিক সরকার কতৃক জুলাই সনদের তীব্র বিরোধিতা করি। এডভোকেট ফয়জুল করিম মুবিন কিশোরগঞ্জ জেলা বিএনপির প্রতিষ্ঠাতা আহ্বায়ক এবং জিয়াউর রহমানের শাসনামলে প্রতিমন্ত্রী আবু আহমেদ ফজলুর করিমের সন্তান। এডভোকেট ফয়জুল করিম মুবিন কিশোরগঞ্জ জেলা বিএনপি’র কার্যনির্বাহী সদস্য পদেও ছিলেন। গত ৯ অক্টোবর কিশোরগঞ্জের সহকারী সরকারি কৌশুলি পদ থেকে পদত্যাগ করে তিনি বলেন, ‘জাতির জন্যে কিছু করতে পারছি না, এজন্য পদ ছেড়ে দেওয়া যৌক্তিক ‘। সম্প্রতি ফেসবুকে আওয়ামী লীগে যোগদানের ঘোষণা দিয়ে তিনি উপদেষ্টাদের বিরুদ্ধে লিখেছেন, ‘এরা কেউ সেইফ এক্সিট পাবে না। এরা যদি সেইফ এক্সিট পায়, প্রধান উপদেষ্টার উচিত দেশ ছাড়তে না দেওয়া। আর নাহিদ সাহেব বললেও নিজেও সেইফ এক্সিট পাবে না’।