বিএনপি নেতাকর্মীদের ওপর ছাত্রদল নেতার নেতৃত্বে হামলা

জামালপুরের মেলান্দহে বিএনপির এক নেতার কর্মী-সমর্থকদের ওপর ছাত্রদলের এক নেতার নেতৃত্বে হামলা হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হন। এ সময় তিনটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চর পলিশা তালতলা মোড়ে এ ঘটনা ঘটে। আহতরা জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের মনোনয়নপ্রত্যাশী মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সিদ্দিকী শুভর অনুসারী বলে জানা গেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবরাজ হাসান মেলান্দহ উপজেলার চর বানিপাকুরিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক। সাদিকুর রহমান সিদ্দিকী অভিযোগে জানান, বৃহস্পতিবার বিকাল থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত চর পলিশা এলাকায় ধানের শীষের পক্ষে উঠান বৈঠক করেন। রাতে বৈঠক শেষে ফেরার সময় চর বানিপাকুরিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক যুবরাজ হাসানের নেতৃত্বে একদল সন্ত্রাসী তার কর্মী-সমর্থকদের ওপর হামলা চালায়। তবে যুবরাজ হাসান অভিযোগ অস্বীকার করেন। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় সাংবাদিকদের বলেন, অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।