সিলেটের ছাত্রলীগ কর্মী আরাফাত কারাগার থেকে এইচএসসি পরীক্ষা দিয়ে কৃতকার্য

সিলেটের ছাত্রলীগ কর্মী আরাফাত রহমান পরশ কারাগার থেকে এইচএসসি পরীক্ষা দিয়ে কৃতকার্য হয়েছেন। জুলাই মাসের হত্যা মামলায় তাকে কারাগারে রাখা হয়েছিল। পরশ পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার সুযোগ পাননি। তবে কঠোর অবস্থার মাঝেও তিনি কারাগারে বসেই পরীক্ষায় অংশ নিয়ে কৃতকার্য হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক আরিফ ইশতিয়াক বলেন, “একটি ছেলে, কতই বা বয়স হবে, তাকেও জুলাইয়ের হত্যা মামলায় জেল খাটিয়েছে দখলদার সরকার। অথচ এত কিছু সত্ত্বেও জাহান্নামের আগুনে বসে পুষ্পের হাসি হাসছে আমাদের হার না মানা তারুণ্য। আরাফাত রহমান পরশ যা করে দেখালো তা অবিশ্বাস্য। সে আমাদের অদম্য তারুণ্যের প্রতিচ্ছবি। তার স্বপ্নের সমান বড় হোক, অনেক অনেক শুভ কামনা তার জন্য।” পরশের এই সাফল্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার বিষয় হয়ে উঠেছে। শিক্ষাবিদরা বলছেন, শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হওয়ার মতো পরিস্থিতি সত্ত্বেও তার অধ্যবসায় তরুণ প্রজন্মের জন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।