ব্যস্ততার কারণে জামায়াতের নেতাকর্মীদের চাঁদাবাজির খোঁজ নিতে পারছেন না আমির শফিকুর

১২ অক্টোবর, ২০২৫ | ১১:১৭ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

জামায়াত আমির শফিকুর রহমান বলেছেন, দলের নেতাকর্মীরা যদি চাঁদা নেওয়ার চেষ্টা করে, তার খোঁজ নেওয়ার ইচ্ছা থাকলেও ব্যস্ততার কারণে তা করতে পারছেন না। আজ ১০ই অক্টোবর, শুক্রবার সন্ধ্যায় ঢাকা-১৫ আসনের কাফরুল দক্ষিণ থানা আয়োজিত সভায় তিনি এই মন্তব্য করেন। সভা অনুষ্ঠিত হয় তালতলা হালিম ফাউন্ডেশন স্কুলে। শফিকুর বলেন, “দেশের মিল-কারখানা খাতে এখন শৃঙ্খলা নেই। শুধু লুটপাট আর অনিয়ম চলছে। ইনশাল্লাহ, আমরা শৃঙ্খলা ফিরিয়ে আনবো। বিনিয়োগকারীদের জন্য এমন পরিবেশ তৈরি করবো যাতে কেউ হুমকি দিতে বা চাঁদা চাইতে পারে না। যদি কেউ এমন চেষ্টা করে, তাঁর হাত অবশ করে দেয়া হবে।” তিনি জানান, জামায়াত ক্ষমতায় এলে ব্যবসায়ীরা নিরাপত্তা ও সম্মানের সঙ্গে ব্যবসা করতে পারবেন। বিদেশি বিনিয়োগকারীদেরও সম্মান ও নিরাপত্তা দেয়া হবে। জামায়াতের আমির বলেন, “দেশটা দুর্নীতিতে ভরে গেছে। মাঝে মাঝে দোকানিদের কাছে জিজ্ঞেস করতে ইচ্ছা হয়, আমাদের নামে কেউ চাঁদা চাইছে কিনা। শুধু নাম বলে দিলে আমরা ব্যবস্থা নেব, ইনশাল্লাহ। তবে ব্যস্ততার কারণে এখন তা করা সম্ভব হচ্ছে না।” শফিকুর আরও বলেন, “দলের নির্বাচিত প্রধানমন্ত্রীও যদি অপরাধ করেন, তাকে ছাড় দেয়া হবে না। যে অপরাধে সাধারণ মানুষ শাস্তি পায়, সে ক্ষেত্রে আমাদের কেউও দায়মুক্ত থাকবে না। তাকেও আইনের আওতায় আনা হবে।” সভায় দলের ঢাকা মহানগর উত্তর শাখার আমির মুহাম্মদ সেলিম উদ্দিন উপস্থিত ছিলেন।