মেক্সিকোতে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ২৮, নিখোঁজ অনেকে

মেক্সিকোর মধ্য ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এলাকায় ভারি বৃষ্টিপাতের ফলে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও অনেকে। মুষলধারে টানা বৃষ্টিপাতের কারণে রাস্তাঘাট ভেঙে পড়া এবং বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ার খবর দিয়েছে আল জাজিরা। দেশটির নাগরিক প্রতিরক্ষাবিষয়ক জাতীয় সমন্বয়কারী লরা ভেলাজকুয়েজ নিশ্চিত করেছেন যে টানা বৃষ্টিতে নদীগুলো উপচে পড়ায় অতিরিক্ত পানির চাপে রাস্তাঘাট ধসে গেছে এবং বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়েছে। মেক্সিকোর বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের ৩২ রাজ্যের মধ্যে ৩১টিতেই অতি ভারি বৃষ্টিপাত হয়েছে। সবচেয়ে ভয়াবহ অবস্থা পূর্ব ভেরাক্রুজ, কুয়েরেতারো, হিডালগো ও উত্তর মধ্যরাজ্য সান লুইস পোটোসিতে। হিডালগো: এই কেন্দ্রীয় রাজ্যে ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রাজ্যের স্বরাষ্ট্র সচিব গুইলারমো অলিভারেস রেইনা জানান, পানিবৃদ্ধির ফলে কমপক্ষে ১ হাজার বাড়িঘর, ৫৯টি হাসপাতাল ও ক্লিনিক, এবং ৩০৮টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। পুবেলা: পাশের এই রাজ্যে ৯ জনের মৃত্যু হয়েছে এবং আরও ১৩ জন নিখোঁজ রয়েছেন। রাজ্য গভর্নরের মতে, ভারি বৃষ্টিতে ৮০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেরাক্রুজ: সাগরপাড়ের এই রাজ্যে একজন পুলিশ কর্মকর্তাসহ ২ জন মারা গেছেন। প্রায় ৫ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় নৌবাহিনীর সদস্যরা ৯০০ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছেন। কুয়েরেতারো: কেন্দ্রীয় এই রাজ্যে ভূমিধসে আটকা পড়ে এক শিশুর মৃত্যু নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। ভারি বৃষ্টিপাতের কারণে প্রায় ৩ লাখ ২০ হাজার গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে এবং ছয়টি রাজ্যের প্রায় ১ হাজার কিলোমিটার রাস্তা ধসে গেছে। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পর দেশটির প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবাউম বলেছেন, রাস্তাঘাট মেরামত এবং বৈদ্যুতিক সংযোগ ঠিক করার জন্য কাজ চলছে। ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি সহায়তা প্রদানে প্রায় ৮ হাজার ৭০০ সেনা সদস্যকে মোতায়েন করা হয়েছে। চলতি বছরজুড়েই মেক্সিকো ভারি বৃষ্টিপাতের কবলে পড়েছে। এ বছর দেশটির রাজধানী মেক্সিকো সিটিতে বৃষ্টিপাতের রেকর্ড তৈরি হয়েছে।