গাজায় প্রবেশ করেছে ১৫৩টি ত্রাণবাহী ট্রাক: রেড ক্রিসেন্ট

১১ অক্টোবর, ২০২৫ | ৭:০৭ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

ইসরায়েল ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর গাজা উপত্যকায় উল্লেখযোগ্য সংখ্যক মানবিক ত্রাণ সহায়তা প্রবেশ করেছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাফা সীমান্ত ক্রসিং দিয়ে ১৫৩টি ত্রাণ বহনকারী ট্রাক গাজায় প্রবেশ করেছে বলে নিশ্চিত করেছে মিশরের রেড ক্রিসেন্ট। বার্তাসংস্থা এএফপিকে মিশরের সাহায্য সংস্থার দু’টি সূত্র নিশ্চিত করেছে যে, "গাজা উপত্যকায় আনার জন্য ১৫৩টি ত্রাণ ট্রাক রাফা ক্রসিংয়ের বাইপাস রাস্তা দিয়ে কেরেম শালোম ক্রসিংয়ের দিকে প্রবেশ করেছে।" এই ত্রাণবহরে বিভিন্ন সংস্থার সরবরাহ ছিল। ট্রাকগুলোর মধ্যে ৮০টি জাতিসংঘের, ২১টি কাতারের এবং ১৭টি মিশরের রেড ক্রিসেন্টের ছিল। এই বিপুল পরিমাণ ত্রাণ সহায়তা গাজার অবরুদ্ধ জনগণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।