ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ২২৪, একদিনে হাসপাতালে ৭৮১

৯ অক্টোবর, ২০২৫ | ১১:০৬ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

দেশে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছর মোট মৃতের সংখ্যা ২২৪-এ উন্নীত করেছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই পরিসংখ্যান জানানো হয়। একই সময়ে, নতুন করে আরও ৭৮১ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে ৫২ হাজার ৮৮৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। উল্লেখ্য, সেপ্টেম্বর মাসটি ছিল এ বছর ডেঙ্গুর সর্বোচ্চ প্রকোপের সময়, যেখানে ১৫ হাজার ৮৬৬ জন রোগী ভর্তি হন এবং ৭৬ জনের মৃত্যু হয়। সামগ্রিক পরিস্থিতি বিবেচনায়, গত বছরগুলোর তুলনায় এই বছরের প্রকোপ ও মৃত্যুর হার বিশেষ গুরুত্ব বহন করছে।