লেনদেন বেড়েছে সামান্য, অধিকাংশ শেয়ারের দরপতন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৬ অক্টোবর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। তবে বাজারের সামগ্রিক চিত্র ছিল নেতিবাচক—অধিকাংশ শেয়ারের দরপতনের ফলে সব মূল্যসূচকই দিন শেষে নিম্নমুখী হয়েছে। বাজার পর্যালোচনায় দেখা যায়, এদিন ডিএসইতে মোট ৩৯৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়। এর মধ্যে ৯৬টির দর বেড়েছে, ২৫৫টির কমেছে এবং ৪৪টির দর অপরিবর্তিত রয়েছে। দরপতন হওয়া সিকিউরিটিজগুলোর মধ্যে ‘এ’ ক্যাটাগরির ১৩৪টি, ‘বি’ ক্যাটাগরির ৬৭টি এবং ‘জেড’ ক্যাটাগরির ৫৪টি শেয়ার ও ইউনিট অন্তর্ভুক্ত। অধিকাংশ শেয়ারের দর কমায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪২৫ পয়েন্টে। গত কার্যদিবসে সূচকটি ছিল ৫ হাজার ৪৪৮ পয়েন্টে। অন্যদিকে, ডিএসই শরিয়াহ সূচক (ডিএসইএস) ২ পয়েন্ট কমে ১ হাজার ১৭২ পয়েন্টে এবং বাছাইকৃত ৩০ কোম্পানির শেয়ার নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট কমে ২ হাজার ৮৯ পয়েন্টে নেমে এসেছে। লেনদেনের দিক থেকে বাজারে কিছুটা গতি ফিরেছে। সোমবার ডিএসইতে মোট ৭৩৬ কোটি ৮২ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের তুলনায় প্রায় ১১৭ কোটি টাকা বেশি। গত রবিবার লেনদেন হয়েছিল ৬১৯ কোটি ২৮ লাখ টাকার। দিনের লেনদেনে শীর্ষে ছিল রবি আজিয়াটা পিএলসি। কোম্পানিটির ২৬ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। আগের দিন শীর্ষে ছিল সিভিও প্রেট্রোকেমিক্যাল পিএলসি, যার লেনদেন হয়েছিল ১৯ কোটি ৩৯ লাখ টাকার। অন্যদিকে, দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দিনটি কেটেছে উত্থানমুখী প্রবণতায়। সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনের পরিমাণও। সিএসইর সার্বিক সূচক সিএসপিআই ১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ১৯০ পয়েন্টে, আর সিএসসিএক্স সূচক ২ পয়েন্ট বেড়ে হয়েছে ৯ হাজার ৩২৫ পয়েন্ট। এদিন সিএসইতে ২০০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৭৬টির দর বেড়েছে, ১০০টির কমেছে এবং ২৪টির দর অপরিবর্তিত ছিল। মোট লেনদেন হয়েছে ১২ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট।