ইসরায়েলি অবরোধ ভাঙার চেষ্টায় ইতালি থেকে রওয়ানা দিলো জাহাজ

২ অক্টোবর, ২০২৫ | ৬:৪০ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

ফিলিস্তিনের গাজায় অবরোধ ভাঙার চেষ্টা করতে আরও একটি ফ্লোটিলা ইতালি থেকে রওয়ানা দিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বৃহস্পতিবার (২ অক্টোবর) এ তথ্য জানিয়েছে। সংবাদমাধ্যমটির সাংবাদিক হাসান মাসউদ বর্তমানে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একটি নৌযানে অবস্থান করছেন। তিনি বলেন, আমরা সব ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করছি। নিশ্চিতভাবে বলা যায়, কয়েকটি নৌযান এখনো গাজার দিকে অগ্রসর হচ্ছে। যদি একটি নৌযানও গাজায় পৌঁছায়, তাহলে অবরোধ ভাঙার লক্ষ্য আংশিকভাবে সফল হবে। তিনি জানান, ফ্লোটিলার নৌযানে থাকা আইনজীবীরা ইসরায়েলের বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার ও সামুদ্রিক আইন লঙ্ঘনের প্রমাণ সংগ্রহ করছেন। এসব তথ্য জাতিসংঘের আন্তর্জাতিক আদালতে পাঠানো হবে। আল জাজিরার এ সাংবাদিক আরও বলেন, আরেকটি ফ্লোটিলা ইতালির সিসিলি থেকে গাজার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। নতুন ফ্লোটিলার যাত্রা প্রমাণ করে যে, কর্মীরা এখনো গাজার ক্ষুধার্ত ফিলিস্তিনি জনগণের কাছে খাদ্য, পানি ও ওষুধ পৌঁছাতে বদ্ধপরিকর এবং ইসরায়েলের পূর্ণ অবরোধের বিরুদ্ধে আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন। ফ্রিডম ফ্লোটিলার লাইভ ট্র্যাকারে দেখা গেছে, এই বহরে ৯টি নৌযান রয়েছে। সেগুলো এই মুহূর্তে গ্রিসের উপকূলে রয়েছে।