৬ বছরের শিশু তায়েবাকে নির্মমভাবে হত্যা, গ্রেফতার ৩

পারিবারিক দ্বন্দ্বের কারণে শরীয়তপুরের সখিপুরে ৬ বছরের শিক্ষার্থী তায়েবাকে হত্যার পর সেপটিক ট্যাংকে গুম করা হয়। সেই ঘটনায় ৩ জন আসামিকে গ্রেফতার করার পর নিহতের কানের দুলের গলিত স্বর্ণ উদ্ধার করাসহ; আসামিদের ২ জনের ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়ে শরীয়তপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম আজ বুধবার বিকাল ৪টায় শরীয়তপুর পুলিশ সুপারের কার্যালয় চত্বরে এক প্রেস ব্রিফিং করেছেন। এ সময় তার সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরীফুজ্জামান, তানভির হোসেন, মামলার তদন্তকারী কর্মকর্তা ও সখিপুর থানার ওসি ওবায়েদুল হকসহ পুলিশ কর্মকর্তারা। এ সময় পুলিশ সুপার বলেন, গত ২৪ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৫টায় প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে তায়েবার চাচি আয়েশা খাতুন তার সহযোগীদের নিয়ে শিশু তায়েবাকে হত্যা করে। পরে তার লাশ প্রতিবেশী মেছু উদ্দিন মোল্যার বাড়ির বাথরুমের সেপটিক ট্যাংকের ভেতর গুম করে। দুই দিন পরে তায়েবার বাবা টিটু সরদার স্থানীয়দের নিয়ে খোঁজাখুঁজি করে লাশ উদ্ধার করে। এ ঘটনায় সন্দেহভাজন তায়েবার চাচি আয়েশা, প্রতিবেশী নাছিমা ও আসিফ বেপারীকে গ্রেফতার করে পুলিশ। এ বিষয়ে আসামি আসিফ ও নাছিমা আদালতে ১৬৪ ধারার জবানবন্দিতে শিশু তায়েবাকে খুনের কথা স্বীকার করে। তাদের তথ্যমতে ভিকটিম তায়েবার কানের দুল উদ্ধার করা হয়। এ হত্যাকাণ্ড এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এ ঘটনায় অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।