বিশ্ববাজারে আরও একবার রেকর্ড ছুঁলো স্বর্ণের দাম, ভরিতে বাড়লো কত?

২৯ সেপ্টেম্বর, ২০২৫ | ৯:১৬ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও এক দফা বৃদ্ধি পেয়ে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) গ্রিনিচ মান সময় (জিএমটি) অনুযায়ী সকাল ৭টায় প্রতি আউন্স সোনার দাম দাঁড়িয়েছে ৩ হাজার ৮১৯ দশমিক ৮ ডলার। এই দাম আগের দিনের তুলনায় ১ দশমিক ৪৯ শতাংশ বেশি। গত ১২ মাসে সোনার দাম ২ হাজার ৫৩৬ দশমিক ৯১ থেকে ৩ হাজার ৮১৯ দশমিক ৮ ডলার পর্যন্ত ওঠানামা করেছে। এই সময়ে সোনার মূল্য ৪১ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিশ্বব্যাপী ভূ-রাজনৈতিক উত্তেজনা, বৈশ্বিক অর্থনীতি নিয়ে উদ্বেগ, বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ কেনার প্রবণতা এবং ফেডারেল রিজার্ভের সুদহার কমানোর চক্র—এই সবগুলো কারণে স্বর্ণের মূল্যবৃদ্ধির পেছনে বড় ভূমিকা রেখেছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে ফেড তার নীতিগত সুদের হার ২৫ বেসিস পয়েন্ট কমিয়েছে। আগামী অক্টোবর ও ডিসেম্বরে ফেডার আগামিকালের বৈঠকেও আরও সুদ কমানোর সম্ভাবনা দেখছে বাজার। দুর্বল মুদ্রাস্ফীতি, বাড়তে থাকা বেকারত্বের হার এবং ট্রাম্পের রাজনৈতিক চাপ—সব মিলিয়ে ফেডকে সুদের হার কমাতে বাধ্য করেছে। সূত্র: আনাদোলু এজেন্সি