মানিকগঞ্জে শতবর্ষ পুরনো কালী মন্দিরে প্রতিমা ভাঙচুর

২৯ সেপ্টেম্বর, ২০২৫ | ৫:৩৩ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

মানিকগঞ্জের শিবালয় উপজেলার একটি শতবর্ষী কালী মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। ২৮শে সেপ্টেম্বর, শুক্রবার গভীর রাতে উপজেলার মহাদেবপুর ইউনিয়নের ভবানিপুর গ্রামের বিশ্বাসপাড়ায় এ ঘটনা ঘটে বলে শিবালয় থানার ওসি মো. কামাল হোসেন নিশ্চিত করেছেন। কালী মন্দির কমিটির সভাপতি রঞ্জন বিশ্বাস বলেন, “আমাদের মন্দির শতবর্ষী। ১০০ বছর আগে থেকে এখানে কালী পূজা হচ্ছে। সকালে স্থানীয়রা মন্দির প্রাঙ্গণে গিয়ে ভাঙচুরের চিহ্ন দেখে আমাকে জানান। কালী প্রতিমার হাত, মাথা ভেঙে দিয়ে গেছে।” তিনি আরও জানান, “গ্রামে আগে কখনও এমন ঘটনা ঘটেনি। আমরা হিন্দু-মুসলমান মিলেমিশে বসবাস করি, কোনো বিরোধও নেই। আগামীকাল থেকে দুর্গা পূজা শুরু হবে। এলাকায় অশান্তি সৃষ্টির পাঁয়তারা চলছে বলে আমাদের ধারণা।” ঘটনার পর পুলিশ সুপার, পূজা উদযাপন পরিষদ, উপজেলা ও জেলা প্রশাসনের প্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শিবালয় থানার ওসি মো. কামাল হোসেন বলেন, “ঘটনাটি তদন্ত করা হচ্ছে। একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।” মানিকগঞ্জ জেলা প্রশাসক মনোয়ার হোসেন মোল্লা জানান, জেলা পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল ঘুরে দেখেছেন।