চার মাসের জন্য খুলছে সেন্টমার্টিন

২৭ সেপ্টেম্বর, ২০২৫ | ১০:১৫ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন দ্বীপ। প্রতিদিন সর্বোচ্চ ২ হাজার পর্যটক সেখানে ভ্রমণের সুযোগ পাবেন। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে পর্যটকদের রাতে থাকার অনুমতি থাকলেও ফেব্রুয়ারির পর আবার দ্বীপটি বন্ধ থাকবে। খোলার সময়সীমা: ১ নভেম্বর থেকে চার মাসের জন্য সেন্টমার্টিনে পর্যটক প্রবেশের অনুমতি। সীমিত প্রবেশাধিকার: প্রতিদিন সর্বোচ্চ ২ হাজার পর্যটক যেতে পারবেন। রাতের অনুমতি: জানুয়ারি ও ফেব্রুয়ারিতে পর্যটকরা দ্বীপে রাতযাপন করতে পারবেন। বন্ধ থাকবে: ফেব্রুয়ারির পর আবার সেন্টমার্টিনে পর্যটক প্রবেশ বন্ধ থাকবে। পরিবেশ অগ্রাধিকার: পরিবেশ ঝুঁকির মধ্যে রেখে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার সুযোগ নেই—বেসামরিক বিমান ও পর্যটন উপদেষ্টা। নীতিমালা প্রণয়ন: সেন্টমার্টিনসহ সারাদেশের পর্যটনের জন্য নতুন নীতিমালা তৈরির কাজ চলছে।