রাজধানীতে আজ কোথায় কী

২০ সেপ্টেম্বর, ২০২৫ | ৯:৩৭ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক। তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নেওয়া প্রয়োজন। শনিবার (২০ সেপ্টেম্বর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা। অর্থ উপদেষ্টার কর্মসূচি বসুন্ধরায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি আয়োজিত অভিষেক ও ছাত্রবৃত্তি ২০২৫ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। পরিবেশ উপদেষ্টার কর্মসূচি বিকেল সাড়ে ৩টায় গ্রিন রোডে এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ে জলবায়ু পরিবর্তন ও উন্নয়ন বিষয়ক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিএনপির কর্মসূচি কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বেলা ১১টায় ‘মানবিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষা ও শিক্ষাঙ্গন’ শীর্ষক সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। এ ছাড়া বিকেল সাড়ে ৪টায় জাতীয় জাদুঘর মিলনায়তনে ‘শায়খুল হাদীস জাতীয় কনফারেন্সে’ প্রধান আলোচক থাকবেন তিনি।