কিছু টিভি নেটওয়ার্কের লাইসেন্স বাতিল করা উচিত: ট্রাম্প

১৯ সেপ্টেম্বর, ২০২৫ | ৪:২২ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

টিভি নেটওয়ার্ক এবিসির উপস্থাপক জিমি কিমেলের শো অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার ঘোষণাকে কেন্দ্র করে বিতর্ক শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে। এ নিয়ে মত প্রকাশ করতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কিছু টিভি নেটওয়ার্কের লাইসেন্স বাতিল করা উচিত। ট্রাম্পের ঘনিষ্ঠ রক্ষণশীল কর্মী চার্লি কার্ক হত্যাকাণ্ড নিয়ে কিমেলের মন্তব্য সমালোচিত হওয়ার পর ডিজনির মালিকানাধীন এবিসি বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় কমেডিয়ান কিমেলের অনুষ্ঠান জিমি কিমেল লাইভ অনির্দিষ্টকালের জন্য সরিয়ে রাখার সিদ্ধান্ত নেয়। সোমবারের (১৫ সেপ্টেম্বর) সম্প্রচারে কিমেল ইঙ্গিত দেন, কার্কের সন্দেহভাজন হত্যাকারী 'মাগা (মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন) রিপাবলিকান' হতে পারেন। তবে ইউটাহ কর্তৃপক্ষ জানায়, গ্রেফতারকৃত সন্দেহভাজন বন্দুকধারী টাইলার রবিনসন ছিলেন 'বামপন্থি মতাদর্শে দীক্ষিত।' কিমেলের মন্তব্যের জেরে যুক্তরাষ্ট্রের সম্প্রচার নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি) ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেয়। এরপরই এবিসি অনুষ্ঠানটি বন্ধ করে দেয় বলে বিবিসি জানিয়েছে। রাষ্ট্রীয় সফর শেষে যুক্তরাজ্য থেকে ফেরার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, কোথাও পড়েছি, টিভি নেটওয়ার্কগুলোর ৯৭ শতাংশ আমার বিরুদ্ধে সংবাদ প্রচার করে। তারপরও আমি গত নির্বাচনে সহজেই জয়ী হয়েছি। তারা কেবল নেতিবাচক প্রচারণা চালায়। অথচ লাইসেন্স পাচ্ছে। আমার মনে হয়, তাদের লাইসেন্স হয়তো বাতিল করা উচিত। সেই অনুষ্ঠানে ৫৭ বছর বয়সী কিমেল আরও বলেছিলেন, কার্কের হত্যাকাণ্ড থেকে 'রাজনৈতিক ফায়দা' নিতে মাগা সমর্থকরা মরিয়া হয়ে চেষ্টা করছে। এছাড়া ট্রাম্পের প্রতিক্রিয়াকে তিনি 'গোল্ডফিশের মৃত্যুতে চার বছরের শিশুর শোকের মতো' বলে ব্যঙ্গ করেন। তবে ঘটনার পর কিমেল ইনস্টাগ্রামে কার্কের হত্যাকাণ্ডের নিন্দা জানান এবং নিহতের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। এদিকে, ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এফসিসি চেয়ারম্যান ব্র্যান্ডন কার বলেন, কিমেলের অনুষ্ঠান সরিয়ে নেওয়ার মধ্যেই বিষয়টির সমাপ্তি নয়। তার ভাষায়, আমরা সম্প্রচারমাধ্যমকে জনস্বার্থে দায়বদ্ধ রাখব। আর কেউ যদি এই সমাধান পছন্দ না করে, তারা চাইলে লাইসেন্স এফসিসিকে ফেরত দিতে পারে। এফসিসি বড় নেটওয়ার্ক ও তাদের সহযোগীদের নিয়ন্ত্রণ করতে পারে। তবে কেবল চ্যানেল (যেমন ফক্স বা এমএসএনবিসি) কিংবা পডকাস্ট ও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণ করার ক্ষমতা তাদের নেই। আইন বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন সংবিধানের প্রথম সংশোধনী বাকস্বাধীনতা রক্ষায় রাজনৈতিক মতপার্থক্যের ভিত্তিতে কোনো লাইসেন্স বাতিলের সুযোগ দেয় না। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহত্তম টিভি স্টেশন মালিক নেক্সটা মিডিয়া ঘোষণা দেয়, তারা নিকট ভবিষ্যতে কিমেলের অনুষ্ঠান প্রচার করবে না। তাদের মতে, কার্ককে নিয়ে কিমেলের মন্তব্য ছিল 'অপমানজনক এবং জাতীয় রাজনৈতিক আলোচনার জন্য ক্ষতিকর।' একই দিনে এবিসিও অনুষ্ঠান বন্ধের ঘোষণা দেয়। নেক্সটার এই সিদ্ধান্তের প্রশংসা করেন এফসিসি চেয়ারম্যান ব্র্যান্ডন কার। তিনি আশা প্রকাশ করেন, অন্য সম্প্রচারমাধ্যমও একই পথে হাঁটবে। উল্লেখ্য, নেক্সটা সম্প্রতি ৬২০ কোটি ডলারের একীভূতকরণ চুক্তির অনুমোদন চাইছে এফসিসির কাছে। অন্যদিকে, অনুষ্ঠান বন্ধের ঘটনায় যুক্তরাষ্ট্রের বহু লেখক, অভিনেতা এমনকি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাও তীব্র সমালোচনা করেছেন। ওবামা বলেন, এই ঘটনা মতের অমিলে কাউকে বাদ দেওয়ার সংস্কৃতিকে বিপজ্জনক জায়গায় নিয়ে গেছে। সিবিএসের উপস্থাপক স্টিফেন কোলবারও কিমেলের পক্ষে দাঁড়িয়ে বলেন, এটা নির্লজ্জ সেন্সরশিপ। এক স্বৈরাচারের সঙ্গে এক ইঞ্চিও ছাড় দেওয়া যায় না। তবে জুলাইয়ে সিবিএস জানায়, আগামী সিজনে কোলবারের শো নবায়ন করা হবে না। তবে সবাই কিমেলের পক্ষে অবস্থান নিচ্ছেন না। বার্স্টুল স্পোর্টসের প্রতিষ্ঠাতা ডেভ পোর্টনয়ের মতে, কেউ যখন অসভ্য ও অপমানজনক মন্তব্য করে শাস্তি পায়, তখন তা ক্যান্সেল কালচার নয়, বরং তার কাজের স্বাভাবিক ফল। একইভাবে লেট-নাইট ফক্স হোস্ট গ্রেগ গাটফেল্ড বলেন, কিমেল ইচ্ছাকৃতভাবে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন এবং কার্ক হত্যার দায় তার রাজনৈতিক প্রতিপক্ষদের ওপর চাপিয়েছেন।