জামালপুরে আ. লীগ ও ছাত্রলীগ নেতা গ্রেফতার

জামালপুরে আওয়ামী লীগ নেতা জামাল পাশা ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহেদ আলীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে ঢাকার উত্তরা ও ফার্মগেট থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল মাহমুদ জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর জেলার শীর্ষ পর্যায়ে ফ্যাসিস্টের দোসরদের গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান চলছে। পলাতক থাকা অবস্থায় ঢাকার বিভিন্ন স্থানে আওয়ামী লীগের ব্যানারে তারা ঝটিকা মিছিলে সক্রিয় ভূমিকা পালন করে। অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ জানান, বিভিন্ন মিডিয়া ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহেদ আলী, জামালপুর পৌরসভার সাবেক কাউন্সিলর ও ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল পাশা মিছিলে সক্রিয় ভূমিকা পালন করেন। তাদের বিরুদ্ধে সদর থানায় একাধিক মামলা রয়েছে। এ ছাড়াও ছাত্রলীগ নেতা শাহেদ আলী গত ৩ আগস্ট রাতে নিজের চোখ বেঁধে নিজেকে অপহরণের নাটক সাজিয়ে নিজের ফেসবুক আইডি থেকে ভিডিও সম্প্রচার করে।