বিভিন্ন দাবিতে বারির বিজ্ঞানীদের অবস্থান কর্মসূচি

৩০ মার্চ, ২০২৩ | ৪:৫৯ পূর্বাহ্ণ
অনলাইন নিউজ ডেস্ক , ইউ এস বাংলা ২৪

গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) বিজ্ঞানীরা উচ্চতর গ্রেড প্রদান এবং নতুন পদ সৃজনসহ বিভিন্ন দাবিতে অবস্থান কর্মসূচি ও সমাবেশ করেছেন। সমাবেশে আগামী ১১ এপ্রিলের মধ্যে দাবী মেনে নিতে আল্টিমেটাম দেওযা হয়েছে। বুধবার দুপুরে গাজীপুরস্থ বারির প্রশাসনিক ভবনের সামনে বারি বিজ্ঞানী সমিতির (বারিসা) উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে বারি বিজ্ঞানী সমিতির (বারিসা) সভাপতি ড. সুজিৎ কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেনসহ কেন্দ্রীয় সদস্য আক্তার উজ জামান ও সোহেলা আক্তার বক্তব্য রাখেন । বক্তারা বলেন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে কর্মরত ৯ম গ্রেডভুক্ত বৈজ্ঞানিক কর্মকর্তা পদে যোগদানকারী বিজ্ঞানীনা বারি কর্মচারী প্রবিধানমালা অনুযায়ী পর্যায়ক্রমে ৩টি ধাপে উচ্চতর গ্রেডের পদে (উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা-৬ষ্ঠ গ্রেড, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা-৪র্থ গ্রেড ও মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা-৩য় গ্রেড) পদোন্নতি পেয়ে থাকেন। পূর্বে বৈজ্ঞানিক কর্মকর্তা পদে যারা যোগদান করতেন, তারা ৪ বছর পর ৭ম গ্রেডে সিলেকশন গ্রেড প্রাপ্ত হতেন। কিন্তু বর্তমানে সিলেকশন গ্রেড বিলুপ্ত করা হয়েছে। ২০১২ সালের পূর্বে যোগদানকৃত বিজ্ঞানীরা যারা পদোন্নতিপ্রাপ্ত হননি তারা ১০ বছর চাকরিকাল পূরণ সাপেক্ষে উচ্চতর গ্রেড হিসেবে ৬ষ্ঠ গ্রেড প্রাপ্ত হয়েছেন। এর প্রেক্ষিতে বৈজ্ঞানিক কর্মকর্তা পদে ইতোমধ্যে যাদের ১০ (দশ) বছর চাকরিকাল পূর্ণ হয়েছে কিন্তু পদোন্নতিপ্রাপ্ত হননি তারা বারি কর্তৃপক্ষের কাছে ৬ষ্ঠ গ্রেডে উচ্চতর গ্রেড প্রাপ্তির আবেদন করেন। তারা বলেন, বিজ্ঞানীদের আবেদনের প্রেক্ষিতে এবং বারি বিজ্ঞানী সমিতির অনুরোধে বারি কর্তৃপক্ষ বিজ্ঞানীদের দাবির যৌক্তিকতা যাচাইয়ের জন্য একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটি বৈজ্ঞানিক কর্মকর্তা পদে ইতোমধ্যে যাদের ১০ (দশ) বছর চাকরিকাল পূর্ণ হয়েছে তারা ৬ষ্ঠ গ্রেডে উচ্চতর গ্রেডপ্রাপ্ত হবেন বলে মত দেয় এবং এ বিষয়ে মহাপরিচালকের কাছে সুপারিশসহ রিপোর্ট প্রদান করে। কিন্তু অদ্যবধি বিজ্ঞানীদের ৬ষ্ঠ গ্রেড প্রদান করা হয়নি। এর পরিবর্তে বারি কর্তৃপক্ষ কমিটির সুপারিশ আমলে না নিয়ে বিজ্ঞানীদেরকে ৮ম গ্রেড প্রদানের সিদ্ধান্ত নেয়ায় বিজ্ঞানীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে বারির বিজ্ঞানীরা ৬ষ্ঠ গ্রেড প্রদানের দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা দিয়ে অবস্থান কর্মসূচি পালন করে।বারিসার এ দাবির প্রতি একাত্মতা ঘোষণা করেছেন অন্য বিজ্ঞানীরা। বক্তারা আরও বলেন, আগামী ১১ এপ্রিলের মধ্যে দাবি মেনে নেওয়া না হলে পরবর্তীতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা দেওয়া হবে। এ কর্মসূচিতে বারির প্রায় সব বিজ্ঞানীরা অংশ নেন।