‘স্বাধীনতা সংগ্রামে নুরে আলম সিদ্দিকীর বীরোচিত অবদান অক্ষয় হয়ে থাকবে’

৩০ মার্চ, ২০২৩ | ৪:৫৮ পূর্বাহ্ণ
অনলাইন নিউজ ডেস্ক , ইউ এস বাংলা ২৪

মহান মুক্তিযুদ্ধের সংগঠক, স্বাধীনবাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক এবং ডাকসুর সাবেক ভিপি কিংবদন্তি ছাত্রনেতা নুরে আলম সিদ্দিকীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের। বুধবার এক শোকবার্তায় প্রয়াতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন তিনি। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। জিএম কা‌দের বলেন, নুরে আলম সিদ্দিকী ছিলেন দেশপ্রেমিক রাজনীতির বটবৃক্ষ। দেশ ও মানুষের প্রতি তার অনুরাগ ছিল অপরিসীম। রাজনীতিতে তিনি যে সাহস দেখিয়েছেন তা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। মহান স্বাধীনতা সংগ্রামে নুরে আলম সিদ্দিকীর বীরোচিত অবদান অক্ষয় হয়ে থাকবে। এককালের তুখোড় এই ছাত্রনেতা বাংলাদেশের রাজনীতিতে অসামান্য অবদান রেখেছেন। তিনি বলেন, নুরে আলম সিদ্দিকীর মৃত্যুতে বাংলাদেশ এক অকৃত্রিম অভিভাবক হারাল। তার মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হলো- তা সহসাই পূরণ হবার নয়।