পুলিশের গাড়ির সামনেই ‘জয় বাংলা’ স্লোগান, উজ্জীবিত আওয়ামী লীগ

১৪ সেপ্টেম্বর, ২০২৫ | ৭:০৮ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

ইউনূস সরকারের বিরুদ্ধে সরব হয়ে রাজধানীতে ফের শক্তির প্রদর্শন করলো আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলো। দিন দিন সংগঠনের নেতাকর্মীরা আরও উজ্জীবিত হয়ে রাজপথে নামছেন—শনিবার আগারগাঁওয়ে অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক লীগের বিশাল মিছিল ছিল তারই প্রতিচ্ছবি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে, মিছিলের মাঝ দিয়ে পুলিশের একটি গাড়ি চলে যাচ্ছিল, আর সেই গাড়ির সামনেই গর্জন তুলে নেতাকর্মীরা দিচ্ছিলেন স্লোগান—“জয় বাংলা”, “জয় বঙ্গবন্ধু”, “শেখ হাসিনা আসবে, রাজপথ কাঁপবে।” উপস্থিতদের ভাষ্য, এমন দৃশ্য সাম্প্রতিক সময়ে বিরল এবং এটি প্রমাণ করছে আওয়ামী লীগের নেতাকর্মীদের মনোবল দ্রুত ফিরে আসছে। এর আগের দিন শুক্রবার জুমার নামাজের পরও রাজধানীর বাংলামোটর, উত্তরা ও মিরপুরে আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের ব্যানারে বিক্ষোভ মিছিল হয়েছে। টানা এসব কর্মসূচি আওয়ামী রাজনীতিতে নতুন করে গতি ফেরার ইঙ্গিত দিচ্ছে বলেও মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। শনিবার সকাল ১০টার দিকে বাংলাদেশ বেতার ভবনের সামনে থেকে শুরু হওয়া আগারগাঁওয়ের মিছিলটিতে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের প্রায় হাজারো নেতাকর্মী অংশ নেন। ব্যানার-ফেস্টুন, প্ল্যাকার্ড হাতে তারা শ্লোগান দিতে দিতে এগিয়ে যান এবং আগারগাঁও মোড়ে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ করেন। শেরেবাংলা নগর থানার ওসি মো. ইমাউল হক জানিয়েছেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করেছেন এবং ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে। পুলিশের গাড়ি মিছিলের মাঝ দিয়ে যাওয়ার বিষয়ে তিনি বলেন, “ভিডিওটি আমাদের নজরে এসেছে। সেটি একজন অফিসারের বহনকারী গাড়ি ছিল। অফিসারকে আনতে গাড়িটি যাচ্ছিল। ফলে পুলিশের পক্ষে তখন কিছু করা সম্ভব হয়নি।” স্থানীয় আওয়ামী নেতারা জানান, ইউনূস সরকারের অপশাসন ও দমননীতির প্রতিবাদ জানাতে এবং শেখ হাসিনার নেতৃত্বে দলকে পুনর্গঠনের বার্তা দিতে এসব মিছিল আয়োজন করা হচ্ছে। তাদের দাবি, এটি কেবল শুরু—আওয়ামী লীগ শিগগিরই সারাদেশে আরও বড় আকারে রাজপথে নামবে।