মার্কস অলরাউন্ডার ২০২৫ শুরু হলো সারা দেশে!

চট্টগ্রামের ৩টি ভেন্যু সিলভার বেলস কিন্ডারগার্টেন এন্ড গার্লস হাই স্কুল, কাজেম আলী স্কুল এন্ড কলেজ ও পাহাড়তলি গার্লস স্কুল এন্ড কলেজে গতকাল শেষ হয়েছে প্রতিযোগিতার প্রথম ধাপ। যেখানে অংশ নিয়েছে অসংখ্য প্রতিভাবান শিক্ষার্থী। ক্রমান্বয়ে বাংলাদেশের গুরুত্বপূর্ণ জেলায় এই প্রতিযোগিতার কার্যক্রম অনুষ্ঠিত হবে। অংশগ্রহণের সুযোগ - বাংলাদেশের সকল স্কুল, কলেজ এবং সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা (প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণি) এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। গ্রুপভিত্তিক প্রতিযোগিতার বিষয়সমূহ প্লে-৪র্থ : জুনিয়র স্কুল বিষয়ঃ গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, গল্পবলা ৫ম -৮ম : মিডল স্কুল বিষয়ঃ গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা ৯ম - ১২শ : হাই স্কুল এবং কলেজ বিষয়ঃ গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা। পুরস্কার ও সম্মাননা ৩টি গ্রুপ থেকে সেরা ৩ অলরাউন্ডারের প্রত্যেকে পাবেন ১৫ লাখ টাকার শিক্ষাবৃত্তি গ্র্যান্ড ফিনালেতে ফার্স্ট রানার্স আপ ও সেকেন্ড রানার্স আপরা যথাক্রমে পাবেন ৫ লাখ এবং ৩ লাখ টাকার শিক্ষাবৃত্তি ৩টি গ্রুপের ৬টি বিষয়ের প্রত্যেকটিতে সেরা ৩ জনকে (মোট ৫৪ জন) দেওয়া হবে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক জাতীয় পর্যায়ের চ্যাম্পিয়নদের শিক্ষা প্রতিষ্ঠান পাবে ১টি করে কম্পিউটার মোট পুরস্কারের পরিমাণ ১ কোটি টাকারও বেশি রেজিস্ট্রেশন ও তথ্য বিস্তারিত জানতে এবং রেজিস্ট্রেশন করতে ভিজিট করুন: www.marksallrounder.com যেকোনো প্রয়োজনে কল করুন (সকাল ৮টা থেকে রাত ৮টা): 09614516171