এবার ইসরাইলি কূটনীতিককে তলব করল স্পেন

১৩ সেপ্টেম্বর, ২০২৫ | ৭:২৯ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

এবার ইসরাইলি কূটনীতিককে তলব করল স্পেন। বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজকে উদ্দেশ করে ‘গণহত্যামূলক হুমকি’ দেওয়ার অভিযোগে করা মন্তব্যের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানিয়ে মাদ্রিদে নিযুক্ত ইসরাইলি চার্জ দ্য অ্যাফেয়ার্স দানা এর্লিশকে তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। রয়টার্স প্রতিবেদনে জানানো হয়েছে, স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আলবারেস এর্লিশকে তলব করে ‘ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রচারিত মিথ্যা ও মানহানিকর বক্তব্যকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছেন।’ এর আগে বৃহস্পতিবার এক্স-এ দেওয়া পোস্টে নেতানিয়াহুর কার্যালয় স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের বিরুদ্ধে ‘গণহত্যামূলক হুমকি’ দেওয়ার অভিযোগ তোলে। সানচেজ সোমবার ইসরাইলমুখী অস্ত্র ও জ্বালানি সরবরাহে নতুন বিধিনিষেধ আরোপের ঘোষণা দিয়েছিলেন। সানচেজ যুক্তি দিয়ে বলেন, স্পেনের কাছে পারমাণবিক বোমা, বিমানবাহী রণতরী বা বিশাল তেলের মজুত নেই—তাই ইসরাইলকে ‘গণহত্যা বন্ধ করতে’ চাপ সৃষ্টি করার অন্য উপায় গ্রহণ করতে হচ্ছে। বর্তমানে হেগের আন্তর্জাতিক বিচার আদালতে ইসরাইল গণহত্যার অভিযোগের মামলার মুখোমুখি। অন্যদিকে, তেলআবিবের মিত্র যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরও মাদ্রিদের পদক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বিশেষ করে ইসরাইলমুখী অস্ত্র ও সামরিক মানের জ্বালানি বহনকারী জাহাজ ও বিমানের ওপর নিষেধাজ্ঞা, এবং ইসরাইলের জাতীয় নিরাপত্তা ও অর্থমন্ত্রীদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তে ওয়াশিংটন অসন্তোষ জানিয়েছে।