আধিপত্য বিস্তার নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

১০ সেপ্টেম্বর, ২০২৫ | ৬:৪৯ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

কুষ্টিয়ার দৌলতপুরে পূর্বশত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আরফান নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৬ জন। মঙ্গলবার মধ্য রাতে (৯ সেপ্টেম্বর) উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান কান্দিরপাড়া এলাকায় মণ্ডল গ্রুপ ও সরদার গ্রুপের মাঝে সংঘর্ষের ঘটনায় হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। নিহত আরফান একই গ্রামের হামিদ সর্দারের ছেলে। আহতরা হলেন- সাইদুল বিশ্বাসের ছেলে সাদিক বিশ্বাস, মৃত পালু মণ্ডলের ছেলে জাকির (২৫), মৃত নওয়াব আলীর ছেলে রিন্টু (৪০), আজিম সরদারের ছেলে মিজু সর্দার (৪৩), মৃত বিচার মণ্ডলের ছেলে বাইজিদ (৪৫)। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বাইজিদ। স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে বাগোয়ান কান্দিপাড়া এলাকায় মুক্তার হোসেন নামে এক পাগলকে মারধর করাকে কেন্দ্র করে মণ্ডল গ্রুপ ও সরদার গ্রুপের মাঝে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই নিহত হয় সরদার গ্রুপের হামিদ সর্দারের ছেলে আরফান সরদার (৩৫)। ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, বর্তমানে ওই এলাকায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন আছে। পরিস্থিতি এখন শান্ত। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে।