কার্তিক-শ্রীলীলার অন্দরমহলের ছবি ফাঁস হতেই জল্পনা তুঙ্গে

৮ সেপ্টেম্বর, ২০২৫ | ১১:১৩ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

সময়ের আলোচিত বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান ও কিসসিকখ্যাত অভিনেত্রী শ্রীলীলা প্রেম করছেন। এমন খবর অনেক দিন ধরেই বলিপাড়ায় চাউর হয়েছে। কিন্তু এ তারকা জুটির কেউ-ই এখন পর্যন্ত এ নিয়ে কোনো কথা বলেননি। কিন্তু গণেশচতুর্থী উদযাপন করতে গিয়ে এবার একসঙ্গে ধরা পড়লেন দুই তারকা। তবে কি এবার সত্যি সত্যি প্রেমে সিলমোহর দিয়েছেন তারা? এমন প্রশ্ন ভক্ত-অনুরাগীদের। বলিপাড়ায় একের পর এক তারকাসন্তানের সঙ্গে নাম জড়িয়েছে কার্তিক আরিয়ানের। অভিনেত্রী সারা আলি খান থেকে জাহ্নবী কাপুর, অনন্যা পান্ডে— কে নেই সেই তালিকায়। এবার দক্ষিণী নায়িকা শ্রীলীলার প্রেমে নাকি হাবুডুবু খাচ্ছেন অভিনেতা। যদিও মুখে বলেছেন তিনি নাকি সিঙ্গেল। পরিচালক অনুরাগ বসুর আগামী সিনেমার নায়ক-নায়িকা কার্তিক ও শ্রীলীলা। সেখান থেকেই নাকি তাদের প্রেমযাত্রা। যদিও তাদের প্রেমের কথা তারা মুখে স্বীকার করেননি ঠিকই। কিন্তু গণেশচতুর্থীতে ছড়িয়ে পড়া একটি ছবি সে কথা বলছে না। সেই ছবিতে দেখা যাচ্ছে, পরিবারের সঙ্গে গণেশ পূজায় মেতেছেন দুই তারকা। কার্তিক ও শ্রীলীলার পোশাকেও রংমিলান্তি। দুজনেই পরেছেন সাদা পোশাক। ছবিতে কার্তিককে দেখা যাচ্ছে শ্রীলীলার মায়ের পাশে দাঁড়াতে। অন্যদিকে শ্রীলীলা দাঁড়িয়েছেন কার্তিকের মায়ের পাশে। এ ছবি দেখেই ভক্ত-অনুরাগীরা প্রায় নিশ্চিত— সম্পর্কে আছেন দুই তারকা। অনুরাগ বসুর আগামী ছবিতে প্রথম জুটি বেঁধেছেন কার্তিক-শ্রীলীলা। প্রথম দিন থেকেই জুটির জনপ্রিয়তা তুঙ্গে। তার ওপরে কার্তিকের মা হবু বউমার মধ্যে যা যা গুণ দেখতে চেয়েছেন, সব কটিই নাকি রয়েছে নায়িকার মধ্যে। এমনকি কার্তিক বা শ্রীলীলা সম্পর্ক নিয়ে মুখ না খুললেও নায়কের মা প্রায় সিলমোহর দিয়েই ফেলেছিলেন। উল্লেখ্য, ‘পুষ্পা ২’ সিনেমায় ‘কিসসিক’ গানের সঙ্গে নেচে নজর কেড়েছিলেন দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলা। তার পর থেকে তিনি বলিউডেও পরিচিত মুখ।