রমজানে নিত্যপ‌ণ্যের দাম নিয়ন্ত্রণে টেকনাফে অভিযান, ৪ দোকানিকে জরিমানা

২৫ মার্চ, ২০২৩ | ৯:৪৬ পূর্বাহ্ণ
অনলাইন নিউজ ডেস্ক , ইউ এস বাংলা ২৪

কক্সবাজার টেকনাফে অসাধু ব‍্যসায়ীদের মনগড়া মূল‍্য বৃদ্ধি ও দ্রব‍্যমুল‍্য দামসহনীয় পর্যায়ে রাখতে টেকনাফ বাজারে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (২৪ মার্চ) বিকেলে টেকনাফ পৌরসভার উপরের বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এতে ৪ দোকানীকে মুল‍্য তালিকা না থাকা,অধিক মুল‍্য ও মেয়াদ উত্তীর্ণ পণ‍্য মজুদের দায়ে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং অপর এক দোকানে মেয়াদউত্তীর্ণ পণ্য জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানের নেতৃত্বে দেন টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামরুজ্জামান। সহকারী কমিশনার এরফানুল হক চৌধুরী, টেকনাফ মডেল থানা পুলিশের এস আই রাজেশ বড়ুয়া। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান বলেন,নিত‍্য প্রয়োজনীয় দ্রব‍্য মুল‍্য সহনীয় পর্যায়ে রাখতে এবং প্রতিটি পন‍্যের নির্ধারিত মুল‍্যে যাতে ক্রেতা সাধারনের কাছে বিক্রি করা হয় সেজন‍্য আজকের এই অভিযান। তিনি আরও বলেন, ইতিমধ‍্যে ব‍্যবসায়ীদের সাথে আমাদের বৈঠক হয়েছে,তারা কথা দিয়েছে প্রতিটি দোকানে মুল‍্য তালিকা প্রদর্শন করবে এবং অতিরিক্ত মুনাফা গ্রহন করবেননা। পাশাপাশি মেয়াদ উত্তীর্ণ জিনিস পত্র, বিএসটিআই এর অনুমোধনবিহীন পন‍্য মজুদ,অস্বাস্থ‍্যকর ও অপরিস্কার পরিবেশে পন‍্য মজুদের দায়ে কয়েকটি দোকানে জরিমানা করেছি এবং আমাদের এ অভিযান অব‍্যাহত থাকবে