সকালে কমে বিকেলেই বাড়ল স্বর্ণের দাম

২৩ মার্চ, ২০২৩ | ১০:১২ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেস্ক , ইউ এস বাংলা ২৪

সকালেই কার্যকর হয়েছে স্বর্ণের নতুন দাম। তাতে ভরিপ্রতি স্বর্ণের দাম ১ হাজার ১৬৭ টাকা কমানো হয়েছিল। কিন্তু ২৪ ঘন্টা না পেরোতেই আজ বৃহস্পতিবার বিকেলে স্বর্ণের দাম ফের বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ১৬৭ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এর ফলে ভালো মানের (২২ ক্যারেট) প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম হয়েছে ৯৭ হাজার ৬২৮ টাকা। আগামীকাল শুক্রবার থেকে নতুন দাম কার্যকর হবে। নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ১০৮ টাকা বাড়িয়ে ৯৩ হাজার ১৯৫ টাকা করা হয়েছে। আর ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৯৯১ টাকা বাড়িয়ে ৭৯ হাজার ৮৯৮ টাকা করা হয়েছে। এ ছাড়া সনাতনী স্বর্ণের দাম ভরি প্রতি ৭৫৮ টাকা বাড়িয়ে ৬৬ হাজার ৫৪৩ টাকা নির্ধারণ করা হয়েছে। স্বর্ণের দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের রুপা ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের রুপা ১ হাজার ৪০০ টাকা এবং সনাতনী রুপা ১ হাজার ৫০ টাকা ভরিতে বিক্রি হচ্ছে। এর আগে সব থেকে ভালো মানের দাম ১ হাজার ১৬৭ টাকা কমিয়ে গতকাল বুধবার স্বর্ণে নতুন দাম নির্ধারণ করে বাজুস। আজ বৃহস্পতিবার থেকে এ দাম কার্যকর হয়। এর একদিন আগে (মঙ্গলবার) ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমানো হয়। অর্থাৎ, দু'দিনে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৩৩৩ টাকা কমানো হয়। এবার আবার স্বর্ণের দাম বাড়ানো হলো। এর মধ্য দিয়ে গত তিনদিন প্রতিদিনই স্বর্ণের দাম সমন্বয় করা হলো।