নিখোঁজের তিন দিন পর মিলল সেই জমিয়ত নেতার লাশ

সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সম্ভাব্য প্রার্থী মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালের দিকে দিরাই উপজেলার শরিফপুর বাট্টা এলাকায় পুরাতন সুরমা নদীতে ভাসমান অবস্থায় স্থানীয়রা তার লাশ দেখতে পান। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন মুশতাকের ভাতিজা আবু সুফিয়ান এবং সুনামগঞ্জ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান চৌধুরী। এর আগে গত মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। বুধবার (২ সেপ্টেম্বর) বিকালে শান্তিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার স্ত্রী রুবি বেগম। মুশতাক আহমদ নিখোঁজের ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুর দুইটায় সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করে জেলা জমিয়তের নেতাকর্মী ও সমর্থকেরা। মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী শান্তিগঞ্জ উপজেলার বড়মোহা দারুল উলুম ইসলামিয়া আরবিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ও পাথারিয়া ইউনিয়নের গাজীনগর গ্রামের আব্দুল মন্নানের ছেলে। দিরাই থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।