বিদায়ী ম্যাচে মেসির দারুণ গোল, এগিয়ে গেল আর্জেন্টিনা

৫ সেপ্টেম্বর, ২০২৫ | ৮:৩৭ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

এস্তাদিও মনিউমেন্তালে আজ আর্জেন্টিনার জন্য বিশেষ এক রাতই নেমে এসেছে। আলবিসেলেস্তেদের মাটিতে এটাই যে লিওনেল মেসির শেষ আনুষ্ঠানিক প্রতিযোগিতামূলক ম্যাচ। এই ম্যাচে দারুণ একটা গোলের দেখা পেয়ে গেলেন মেসি। সেই এক গোলই ভেনেজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনাকে এগিয়ে দিল ১-০ গোলে। ম্যাচের শুরুতে কিছুটা যেন নিষ্প্রভই ছিলেন মেসি। তবে সময় যত গড়িয়েছে, মেসি ততটাই স্বরূপে ফিরেছেন। ম্যাচের ২৫ মিনিটে গিয়ে প্রথম শটটা নিয়েছেন। যদিও বক্সের বাইরে থেকে নেওয়া মেসির শটটা ভেনেজুয়েলা গোলরক্ষক রোমো সেভ দিয়েছেন দারুণভাবেই। এরপর একটা ফ্রি কিক পেয়েছিলেন মেসি। জায়গাটা একটু দূরেই হয়ে গিয়েছিল। আর তার শটটাও গিয়ে লাগে মানবদেয়ালে। তারপরই আসে সে মাহেন্দ্রক্ষণ। যে ক্ষণের জন্য অপেক্ষায় ছিল মনিউমেন্তালে হাজির ৮০ হাজারের মতো দর্শক। ৩৯তম মিনিটে হুলিয়ান আলভারেজ আক্রমণে উঠে ডিফেন্ডার তো বটেই, গোলরক্ষককেও নিজের কাছে টেনে নিলেন, এরপর আলতো করে বল বাড়ালেন মেসিকে। তিনি বাম পায়ে প্রথমে বলটাকে আয়ত্বে নিলেন, এরপর দারুণ এক চিপে বলটা জড়ালেন জালে। এমন আলতো চিপে করে ক্যারিয়ারের সোনালি বছর ২০১২তে অন্তত ১৫টা গোল তিনি করেছিলেন। দেশের মাটিতে শেষ আনুষ্ঠানিক ম্যাচে গোল করে মেসি যেন মনে করিয়ে দিলেন তার ৯১ গোলের রেকর্ডের বছরটাকেও! এর আগে পরে আর্জেন্টিনা আরও গোলের চেষ্টা করেছে অবশ্য। ৩ মিনিটে হুলিয়ান আলভারেজ, ২১ মিনিটে নিকলাস টালিয়াফিকোদের শট ঠেকাতে হয়েছে সফরকারী গোলরক্ষককে। মেসির গোলের পর চেষ্টা করেছেন থিয়াগো আলমাদাও। তবে তার চেষ্টাও গেছে বিফলে। ফলে মেসির ওই এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যেতে হয় আর্জেন্টিনাকে। বিস্তারিত আসছে...