জুতার মধ্যে লুকিয়ে থাকা সাপের কামড়ে যুবকের মৃত্যু

২ সেপ্টেম্বর, ২০২৫ | ৯:৪৩ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

জুতার মধ্যে লুকিয়ে থাকা সাপের কামড়ে মঞ্জু প্রকাশ নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি পেশায় সফটওয়্যার প্রকৌশলী ছিলেন। গত শনিবার (৩০ আগস্ট) ভারতের বেঙ্গালুরুতে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির। পরিবারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, প্রকাশ তার ক্রক্স স্লিপার ঘরের দরজার সামনে রেখে নিকটবর্তী একটি দোকানে জুস কিনতে গিয়েছিলেন। ফিরে এসে তিনি ওই জুতা পায়ে পড়েন। কিন্তু ওই জুতায় আগে থেকেই সাপ লুকিয়ে ছিল, যা বুঝতে পারেনি প্রকাশ। আগে এক দুর্ঘটনায় পায়ের অনুভূতি হারিয়ে ফেলে প্রকাশ। ফলে তিনি সাপের কামড় টের পাননি। অজান্তেই তিনি স্যান্ডেল খুলে নিজের ঘরে গিয়ে বিশ্রাম নেন। পরে পরিবারের এক কর্মচারী ওই জুতার মধ্যে একটি সাপ দেখতে পেয়ে প্রকাশের বাবাকে খবর দেন। এক পর্যায়ে সতর্কতার সঙ্গে সাপটি সরিয়ে নেওয়ার পর দেখা যায় সেটি মৃত। পরিবারের এক সদস্য জানান, সম্ভবত ক্রক্স জুতার ভেতরে শ্বাসরোধ হয়ে সাপটির মৃত্যু হয়েছে। এরপর ছেলের খোঁজ খবর নিতে প্রকাশের রুমে যায় মা। তখন তিনি ছেলেকে বিছানায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন এবং তার মুখের চারপাশে ফেনা ও পা থেকে রক্তক্ষরণ হচ্ছিল। পরিবারের সদস্য দ্রুত তাকে নিকটস্থ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়, সেখানেই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর ওই এলাকায় সাপের উপস্থিতি নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে বিশেষজ্ঞ জানিয়েছেন, বর্ষাকালে সাপের উপদ্রব বাড়ে। এ জন্য ঘরে চারপাশ এবং ঝোপঝাড় সব সময় ভালোভাবে দেখে নেওয়া উচিত।