হেনস্তার শিকার ব্যক্তিদের বিরুদ্ধেই মামলা, মবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে লাগবে ‘অভিযোগ’

ঢাকা রিপোর্টার্স ইউনিটি- ডিআরইউ'তে আলোচনা সভায় অংশ নেওয়া সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে পুলিশি হেফাজতে নেওয়ার ১২ ঘণ্টা পর তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। কিন্তু "জুলাই যোদ্ধা" পরিচয়ে সেখানে মব সৃষ্টি করা হেনস্তাকারীদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। হেনস্তার শিকার ব্যক্তিদের বিরুদ্ধেই পুলিশ যখন বাদী হয়ে সন্ত্রাসের অভিযোগে মামলা করেছে, এনিয়ে নানা আলোচনা-সমালোচনার মুখে পুলিশ দাবি করেছে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তারা ব্যবস্থা নিয়েছে। তবে মব বা দলবদ্ধ বিশৃঙ্খলা সৃষ্টি করে যারা হেনস্তা করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হলে কাউকে অভিযোগ আনতে হবে বলে পুলিশ বলছে। ঢাকার শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খালিদ মনসুর বলেন, "পাবলিক বা কেউ একজন অভিযোগ করলে" তাকে বাদী হয়ে মামলা করতে হবে। এদিকে সন্ত্রাস বিরোধী আইনে করা মামলাটিতে "ঘটনাস্থলে উপস্থিত লোকজনকে জিজ্ঞাসাবাদের" বরাতে বলা হয়েছে, "আব্দুল লতিফ সিদ্দিকী মঞ্চ ৭১ এর ব্যানারকে পুঁজি করে প্রকৃতপক্ষে দেশকে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে অস্থিতিশীল করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করার ষড়যন্ত্র ও উপস্থিত অন্যদের প্ররোচিত করে বক্তব্য প্রদান করছিলেন। "আর এই ষড়যন্ত্রমূলক বক্তব্যের জন্য উপস্থিত লোকজন তাদেরকে ঘেরাও করে আওয়ামী ফ্যাসিস্ট বলে স্লোগান দিচ্ছিল"।