ধর্ষণের অভিযোগে গ্রেফতার, জামিন পেয়ে সেই নির্যাতিতাকেই অপহরণ যুবকের! মামলা তুলে নেওয়ার হুমকি

ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন। জেল থেকে ছাড়া পেয়ে সেই নির্যাতিতাকেই অপহরণ করলেন যুবক। পুলিশ সূত্রে খবর, সম্প্রতি জামিনে ছাড়া পেয়েছিলেন অভিযুক্ত যুবক। তার পরই বাবাকে সঙ্গে নিয়ে নির্যাতিতার বাড়ি গিয়ে হুমকি দিয়ে আসেন, ধর্ষণের মামলা না তুললে পরিণতি ভাল হবে না। শুধু তা-ই নয়, অভিযোগ, টাকা দিয়ে বিষয়টি মিটমাট করে নেওয়ারও প্রস্তাব দেন অভিযুক্ত এবং তাঁর বাবা। কিন্তু নির্যাতিতার পরিবার সেই প্রস্তাবে সায় দেয়নি। এমনকি তারা স্পষ্ট জানিয়ে দেয়, মামলা তুলবে না। নির্যাতিতার বাবার অভিযোগ, প্রস্তাব না মানায় তাঁর কন্যাকে বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে যান অভিযুক্ত যুবক এবং তাঁর বাবা। নির্যাতিতার বাবা আশঙ্কা প্রকাশ করেছেন যে, তাঁর কন্যাকে খুন করে ফেলা হবে। কন্যাকে অপহরণের পরই থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতার বাবা। পুলিশ জানিয়েছে, নির্যাতিতা এবং দুই অভিযুক্তের খোঁজ চালানো হচ্ছে। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ভাদোহী জেলার গোপীগঞ্জ থানা এলাকায়।