নির্বাচনে কালো টাকার ব্যবহার বন্ধে ব্যবস্থা নেবে দুদক

২৫ আগস্ট, ২০২৫ | ৭:০৪ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

আগামী জাতীয় সংসদ নির্বাচনে কালো টাকা ব্যবহার বন্ধে ব্যবস্থা নেবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রার্থীদের হলফনামায় মিথ্যা তথ্য দেওয়া হলে সেটিও খতিয়ে দেখবে দুদক। আজ সোমবার দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, আসন্ন নির্বাচনে কালো টাকার সাপ্লাই চেইনগুলো বন্ধ করার চেনা হবে। এক্ষেত্রে দুদক, বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)সহ সংশ্লিষ্ট অন্যান্য সংস্থা একসঙ্গে কাজ করবে। দুদক চেয়ারম্যান দেশের জনগণকে জাতীয় নির্বাচনে কালো টাকার মালিক ভালো টাকার মালিক ও দুর্নীতিবাজ প্রার্থীদেরকে প্রত্যাখ্যান করার আহ্বান জানান। তিনি আরও জানান, নির্বাচনকালীন সময়ে কালো টাকার ব্যবহার বন্ধে এনফোর্সমেন্ট ইউনিটের কার্যক্রম জোরদার করা হবে।