এক বছর পর ১২শ’ কোটি টাকা ছাড়াল পুঁজিবাজারে লেনদেন

দেশের পুঁজিবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল সূচক ও লেনদেন দুটোই বেড়েছে। এদিন প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স দশমিক ২৬ শতাংশ বেড়েছে। পাশাপাশি এক্সচেঞ্জটিতে দৈনিক লেনদেনের পরিমাণ এক বছর পর ১ হাজার ২০০ কোটি টাকা ছাড়িয়েছে। অন্যদিকে দেশের আরেক পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জেরও (সিএসই) সূচক ও লেনদেন ছিল ঊর্ধ্বমুখী। বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল লেনদেনের শুরুতে ঊর্ধ্বমুখী ছিল সূচক। দিন শেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স ১৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৮৯ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৫ হাজার ৩৭৫ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ১২ পয়েন্ট বেড়ে ২ হাজার ১০১ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ২ হাজার ৮৯ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস এদিন সামান্য কমে ১ হাজার ১৭৯ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ১৮০ পয়েন্ট। গতকাল সূচকের উত্থানে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, বীকন ফার্মাসিউটিক্যালস, সিটি ব্যাংক, ডেল্টা লাইফ ও ন্যাশনাল লাইফের শেয়ার। ডিএসইতে গতকাল ১ হাজার ২০০ কোটি ২৬ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসে ছিল ৯৭৫ কোটি ৮৬ লাখ টাকা। এর আগে গত বছরের ১৪ আগস্ট ডিএসইতে ১ হাজার ২৪৩ কোটি ৯৯ লাখ টাকার লেনদেন হয়েছিল। গতকাল এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৪০০টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ১৮৪টির, কমেছে ১৯০টির আর অপরিবর্তিত ছিল ২৬টির বাজারদর। খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ১৬ দশমিক ৪ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে বস্ত্র খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১৫ শতাংশ দখলে নিয়েছে ওষুধ ও রসায়ন খাত। ৮ দশমিক ৮ শতাংশ লেনদেন নিয়ে তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে সাধারণ বীমা খাত। খাদ্য ও আনুষঙ্গিক খাত ৮ দশমিক ৫ শতাংশ লেনদেনের ভিত্তিতে চতুর্থ স্থানে ছিল। আর পঞ্চম অবস্থানে থাকা প্রকৌশল খাতের দখলে ছিল লেনদেনের ৮ দশমিক ১ শতাংশ। গতকাল ডিএসইতে সবচেয়ে বেশি ৪ দশমিক ৭ শতাংশ ইতিবাচক রিটার্ন এসেছে কাগজ ও মুদ্রণ খাতে। এছাড়া জীবন বীমা খাতে ৪ দশমিক ৬ ও বস্ত্র খাতে ৩ দশমিক ৬ শতাংশ ইতিবাচক রিটার্ন ছিল। অন্যদিকে মিউচুয়াল ফান্ড খাতে সবচেয়ে বেশি ১ দশমিক ৬ শতাংশ নেতিবাচক রিটার্ন এসেছে। এছাড়া সিরামিক খাতে ১ ও ব্যাংক খাতে দশমিক ৮ শতাংশ নেতিবাচক রিটার্ন ছিল। দেশের আরেক পুঁজিবাজার সিএসই নির্বাচিত সূচক সিএসসিএক্স গতকাল ৩৩ দশমিক ৫ পয়েন্ট বেড়ে ৯ হাজার ২৫২ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই এদিন ৩২ দশমিক ৬ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৪৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১১টির, কমেছে ১১৭টির আর অপরিবর্তিত ছিল ১৫টির বাজারদর। গতকাল সিএসইতে ২০ কোটি ৪০ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৮ কোটি ১৯ লাখ টাকা।