বেবী নাজনীনের জন্মদিন আজ

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রা্প্ত গায়িকা বেবী নাজনীনের জন্মদিন আজ ২৩ আগস্ট। দেশের ‘ব্ল্যাক ডায়মন্ড’খ্যাত জনপ্রিয় সংগীতশিল্পী সাড়ে চার দশকের ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন। বর্তমানে বেবী নাজনীন বিএনপি চেয়ারপারসনের পরিষদের সদস্য হিসেবে রয়েছেন। আধুনিক সংগীতের অর্ধশতাধিক একক অডিও অ্যালবামসহ অসংখ্য দ্বৈত অডিও অ্যালবাম প্রকাশিত হয়েছে তার। মঞ্চের মাধ্যমেও সবসময় সরব উপস্থিতি রয়েছে তার। বাংলাদেশ বেতার ও টেলিভিশনের বিশেষ শ্রেণির তালিকাভুক্ত সংগীতশিল্পী বেবী নাজনীন চলচ্চিত্রতেও গেয়েছেন অসংখ্য গান। ‘এলোমলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল’, ‘কাল সারা রাত ছিল স্বপনেরও রাত’, ‘দু'চোখে ঘুম আসে না’, ‘মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে’, ‘আমার একটা মানুষ আছে’, ‘ওই রংধনু থেকে, পত্রমিতা;সহ এমন অনেক গানের মাধ্যমে বাংলা গানের ভান্ডার সমৃদ্ধ করেছেন এই সংগীত তারকা।