খানকাহ রহমানি মসজিদ : রাজীব থেকে রাহুল গান্ধী

বিরোধী নেতা রাহুল গান্ধী বিহারের মুঙ্গেরের একটি ঐতিহাসিক মসজিদে গিয়ে ১৯৮৫ সালের মতো একটি ছবি তৈরি করেছেন। ছবিতে তার বাবা এবং সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর সেই সময়কার ছবির সঙ্গে অনেকটাই মিল রয়েছে। মুঙ্গেরের খানকাহ রহমানি মসজিদ ১৯০১ সালে মাওলানা মোহাম্মদ আলী মুঙ্গরি প্রতিষ্ঠা করেছিলেন। শুধু সামাজিক সংস্কারের ক্ষেত্রেই নয়, ভারতের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এ মসজিদ। এটি বিহারের রাজনৈতিক পরিপ্রেক্ষিতে বিশেষ তাৎপর্যপূর্ণ একটি স্থান। রাহুল গান্ধী বর্তমানে তার ‘ভোট অধিকার যাত্রা’ চালিয়ে যাচ্ছেন। এই যাত্রা বিহারের বিভিন্ন অংশে সমর্থন অর্জনের উদ্দেশ্যে চলছে। তিনি জামালপুরে মসজিদটি পরিদর্শন করেন। সেখানে বিশাল সংখ্যক মুসলিম সম্প্রদায়ের লোকেরা তাকে স্বাগত জানায়। এ সময় রাহুল গান্ধী যে জায়গায় বসেন, একই জায়গায় ৪০ বছর আগে তার বাবা রাজীব গান্ধী বসেছিলেন। খানকাহ রহমানি মসজিদ দেশটির রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ স্থান। এখানে জওহরলাল নেহরু ও মহাত্মা গান্ধীসহ বহু বিশিষ্ট ব্যক্তি আগমন করেছেন। মসজিদটি থেকে ভারতের স্বাধীনতা সংগ্রামীদের সহায়তা দেয়া করেছিল। বর্তমানে রাহমানি ফাউন্ডেশন মসজিদটির শিক্ষা শাখা পরিচালনা করছে। এখানে ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল শিক্ষার্থীদের প্রস্তুতি দেওয়া হয়। সূত্র : এনডিটিভি