ইতালির প্রধানমন্ত্রীর ঢাকা সফর বাতিল

আগামী ৩০ আগস্ট নির্ধারিত বাংলাদেশ সফর বাতিল করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। বৃহস্পতিবার (২১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, তাদের পক্ষ থেকে অনানুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, ইতালির প্রধানমন্ত্রী এই মুহূর্তে বাংলাদেশে আসছেন না। তবে এখনো আনুষ্ঠানিকভাবে সফর বাতিলের বিষয়টি জানানো হয়নি। সম্প্রতি ইউক্রেন যুদ্ধের বিষয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে আলোচনায় ন্যাটোভুক্ত দেশগুলোর অন্যতম শীর্ষ নেতা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন ইতালির প্রধানমন্ত্রী। তাই এ ব্যস্ততার ফলে তিনি আসছেন না বলে জানা গেছে। নির্ধারিত সফরসূচি অনুযায়ী, ৩০ আগস্ট ঢাকায় আসার কথা ছিল মেলোনির এবং ৩১ আগস্ট প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করার কথা ছিল তার। সেখানে ইতালির পক্ষ থেকে নিরাপদ অভিবাসন নিয়ে আলোচনা করার কথা ছিল। এ ছাড়া মানব পাচার প্রতিরোধে করণীয় এবং বাণিজ্য ও বিনিয়োগসংক্রান্ত আলোচনাসহ ইতালির সঙ্গে মাইগ্রেশন অ্যান্ড মোবিলিটিবিষয়ক সমঝোতা স্মারক, যা এরই মধ্যে সই হয়েছে। এ সফরে তা বাস্তবায়নের দিকনির্দেশনা নিয়েও আলোচনা হতো।