বাংলাদেশ সিরিজের দল দিল নেদারল্যান্ডস

২০ আগস্ট, ২০২৫ | ৫:৪৮ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

সিলেটে বাংলাদেশের বিপক্ষে ৩০ আগস্ট থেকে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে নেদারল্যান্ডস জাতীয় ক্রিকেট দল। ওই সিরিজের জন্য ১৫ জনের দল ঘোষণা করেছে ডাচ ক্রিকেট বোর্ড। নেদারল্যান্ডসের দলে আছেন ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিৎ সিং, স্কট এডওয়ার্ড, শাকিব জুলফিকার, টিম প্রিঙ্গল ও ফ্রেড ক্লাসেনরা। সিলেটে বাংলাদেশ ও নেদারল্যান্ডস সিরিজের বাকি দুই ম্যাচ যথাক্রমে ১ ও ৩ সেপ্টেম্বর খেলবে। সিরিজ খেলতে ২৬ আগস্ট ঢাকা আসবে ডাচ জাতীয় ক্রিকেট দল এবং সাত সদস্যের কোচিং স্টাফ। বাংলাদেশ এখনো নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের দল ঘোষণা করেনি। তবে এশিয়া কাপের ক্যাম্পের জন্য ২৫ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে। ছুটি নেওয়া মিরাজ ছাড়া বাকিরা স্কিল ট্রেনিং করতে সিলেট গেছেন। প্রাথমিক ওই দল থেকেই ঘোষণা করা হবে ডাচদের বিপক্ষে সিরিজের দল। আগামী ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে বসবে টি-২০ ফরম্যাটের এশিয়া কাপের আসর। বাংলাদেশ ডাচদের বিপক্ষে সিরিজ দিয়ে ওই টুর্নামেন্টের প্রস্তুতি সারবে।