মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

২০ আগস্ট, ২০২৫ | ৫:৪২ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

রাজধানীর মহাখালীতে সাততলা বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার বিকেল ৩টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে সাংবাদিকদের জানায় ফায়ার সার্ভিস। এর আগে দুপুর ২টা ৩৭ মিনিটে আগুন লাগার খবয় পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। পরে তেজগাঁও ফায়ার স্টেশনের ৩টি ও কুর্মিটোলা ফায়ার স্টেশনের ২টিসহ মোট ৫টি ইউনিট আগুনে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এসব তথ্য নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।