ভারত-পাকিস্তান ম্যাচে বিজ্ঞাপনে রেকর্ড

১৯ আগস্ট, ২০২৫ | ৬:১৫ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচ মানেই ভারত-পাকিস্তান। এই ম্যাচের পরতে পরতে থাকে উত্তেজনা। ম্যাচ চলাকালীন সময়ে ১০ সেকেন্ড বিজ্ঞাপনের জন্য খরচ হচ্ছে ১৬ লাখ টাকা। যা আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। তবে ক্রিকেট অনুরাগীদের মধ্যে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। কারও যেমন অঙ্কটা শুনে চোখ কপালে, তেমনই কারও আবার প্রশ্ন, টাকাটাই কি সব? সবকিছু ঠিক থাকলে ৯ সেপ্টেম্বর দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে এই এশিয়া কাপ। ১৪ সেপ্টেম্বর রোববার মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। ম্যাচের দর্শকের সংখ্যা প্রত্যাশিতভাবেই থাকবে সর্বাধিক। ইকোনমিকস টাইমসের একটি রিপোর্ট মোতাবেক, এই খেলার লাইভ সম্প্রচারের দায়িত্ব পেয়েছে সোনি স্পোর্টস নেটওয়ার্ক। প্রতি দশ সেকেন্ডের বিজ্ঞাপনের জন্য চ্যানেল কর্তৃপক্ষ ১৪-১৬ লাখ টাকা ধার্য করেছে। এশিয়া কাপের গত ১৬ আসরের মধ্যে ভারত ৮ আসরে চ্যাম্পিয়ন হয়। ৬ আসরে চ্যাম্পিয়ন হয় শ্রীলংকা আর ২ বার চ্যাম্পিয়ন হয় পাকিস্তান। সেই হিসেবে এশিয়া কাপে ফেভারিট দল ভারত। এশিয়া কাপের আসন্ন ১৭তম আসরের আগে ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী বলেন, ‘ভারত প্রচণ্ড শক্তিশালী টিম। বিশেষ করে টেস্টের চেয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ভারত বেশি শক্তিশালী দল। আমার মতে, এবারের এশিয়া কাপে ফেভারিট ভারতই। বিশেষ করে দুবাইয়ে যেরকম উইকেট হয়, সেখানে ভারতকে হারানো খুব কঠিন।’