ব্যাংক এশিয়ায় চাকরির সুযোগ

ব্যাংক এশিয়া পিএলসি. জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি শারিয়াহ কমপ্লায়েন্স অফিসার (মুরাকিব) লোক নিয়োগ করবেন। আবেদন ১৪ আগস্ট থেকেই নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২১ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন। প্রতিষ্ঠানের নাম: ব্যাংক এশিয়া পিএলসি. পদের নাম: শারিয়াহ কমপ্লায়েন্স অফিসার (মুরাকিব) পদ সংখ্যা: নির্ধারিত নয় চাকরির ধরন: ফুলটাইম কর্মক্ষেত্র: ঢাকা অফিস বেতন: আলোচনা সাপেক্ষে বয়সসীমা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর/এমবিএ/সমমান হতে হবে। অভিজ্ঞতা: শরিয়াহ তত্ত্বাবধান কমিটির সভা পরিচালনা, শরিয়াহ আলোকে বিনিয়োগের (অফ-সাইট এবং/অথবা অন-সাইট) বিতরণ পর্যবেক্ষণ করার অভিজ্ঞতা কমপক্ষে ৪ থেকে ৬ বছর থাকতে হবে। আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ওয়েবসাইটে প্রবেশ করুন। আবেদনের শেষ সময়: ২১ আগস্ট, ২০২৫।